ছিনতাইকারির দৌরাত্ম প্রতিরোধে কুমিল্লা নগরীর রাস্তায় নেমেছে পুলিশের ‘রোবট টিম’।কুমিল্লার নবাগত পুলিশ সুপার ফারুক আহমেদের নেতৃত্বে মঙ্গলবার (৫ জানুয়ারি) রাতে নগরীর সালাহউদ্দিন মোড়, টমছমব্রীজ ও ইপিজেড এলাকাসহ ৩টি স্থানে পুলিশের রোবট টিম মহড়া দেয়।
রোবট টিমের অভিযানে গত দুদিনে ১২ ছিনতাইকারিকে গ্রেফতার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার ফারুক আহমেদ।
সম্প্রতি নগরীর বিভিন্নস্থানে ছিনতাইকারিদের দৌরাত্ম বেড়ে যাওয়ায় এদের গ্রেফতারে গঠন করা হয় পুলিশের রোবট টিম। এরই অংশ হিসেবে মঙ্গলবার রাতে নগরীর বেশ কয়েকটি স্থানে মহড়া দেয় রোবট টিমের সদস্যরা।
এতে পুলিশ সুপার ফারুক আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার আজিম-উল আহসান, শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, ছিনতাই কুমিল্লা শহরের অন্যতম একটি সমস্যা বলে আমরা জানতে পেরেছি। এজন্য আমরা ভিজিবল পেট্রলিং পুলিশিং করছি। যাতে ছিনতাইকারিদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি। এরিমধ্যে আমরা শ্লোগান ঠিক করেছি- ‘পরিচয় গোপন রেখে তথ্য দিন, নিরাপদ কুমিল্লা গড়ায় অংশ নিন।’
Last Updated on January 6, 2021 9:47 pm by প্রতি সময়