স্থানীয় রাজনৈতিক প্রভাব ও প্রশাসনের নিরবতায় প্রকাশ্যে-গোপনে চলছে পুকুর ভরাটের মিশন। এবারের মিশনে যুক্ত হয়েছে কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নং ওয়ার্ডের দ্বিতীয় মুরাদপুরের হাতি পুকুর। প্রায় আড়াইশ বছরের পুরানো বিরাটাকার হাতি পুকুর ভরাটের মিশনে নেমেছে ভূমি সিন্ডিকেটের একটি গ্রুপ।
প্রায় দুই যুগ আগে এই পুকুরটি ভরাটের মিশনে নেমেছিল আরেকটি ভূমি সিন্ডিকেট। স্থানীয়দের বাধার মুখে পুকুর ভরাট বন্ধ থাকলেও তাদের নজর নড়েনি পুকুরটি থেকে। সম্প্রতি আরেকটি ভূমি সিন্ডিকেট গ্রুপ দিয়ে হাতি পুকুর ভরাটের কার্যক্রম শুরু হয়েছে। রাত গভীরে নানা কৌশলে পুকুরটি ভরাটে নেমেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্র। আয়তকার পুকুরটি ভরাটের ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন।
সোমবার (৫ জুন) সকালে ১৭নং ওয়ার্ডের পুকুর সংলগ্ন অধিবাসীরা হাতি পুকুরটি রক্ষায় স্থানীয় এমপি ও সিটি মেয়রসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে কুমিল্লা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও পরে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেয়।
হাতি পুকুর এলাকার লোকজন জানান, হাউজিং ব্যবসার উদ্দেশ্যেই পুকুরটি ভরাট করা হচ্ছে। কিন্তু এলাকার অধিকাংশ পরিবারের লোকজনের গোসল থেকে শুরু করে গৃহস্থালি কাজে ওই পুকুরটি ব্যবহার হয়ে থাকে। হাতি পুকুর। এলাকার প্রায় ৫০ হাজার মানুষের নানা প্রয়োজন মেটায় হাতি পুকুর।
Last Updated on June 5, 2023 6:57 pm by প্রতি সময়