# কুমিল্লায় জাতীয় বরীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের আলোচনা সভায় বক্তারা" /> নতুন প্রজন্মকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ও দ্রোহের কবি নজরুলের জীবনদর্শন জানাতে হবে – প্রতিসময়
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৫:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বুড়িচংয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু মুরাদনগরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সঙ্কটে পাঠদান চলছে খোলা জায়গায় দ্বীনি শিক্ষা বিস্তারে ইতিহাস ও ঐতিহ্যের সোনালি স্মারক কাগতিয়া কামিল এম.এ. মাদরাসা হোটেল ডায়নার ওয়েটার তফাজ্জল দুই বার বিসিএসে উত্তীর্ণ কন্যার গর্বিত পিতা ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে বাংলাদেশের গণমাধ্যমকে সচেতন ভূমিকা রাখার আহ্বান হাসনাতের চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের সাড়ে ৬ লক্ষাধিক টাকার মৃত্যু দাবির চেক পেলেন নমিনী দেলোয়ার ও নাজমুলের নেতৃত্বে কুমিল্লা দক্ষিণ জেলা যুব অধিকার পরিষদ কৃষি উদ্যানে কৃষিশিক্ষার ব্যবহারিক ক্লাস করলো কুমিল্লা আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ভারতে বসে ষড়যন্ত্র করে লাভ নেই : কুমিল্লার সম্মেলনে আমিরে জামায়াত এক ময়লার ভাগাড়ে ‘নরক যন্ত্রণায়’ দশ গ্রামের মানুষ * রিসাইক্লিং ব্যবস্থা না থাকায় দূষিত হচ্ছে পরিবেশ * সুখবর নেই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের প্রকৃত গণমাধ্যম কর্মীরাই পারে একটি বৈষম্যহীন কল্যাণকর রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে সার্কের আলোকে এই উপমহাদেশের রাজনীতি চলবে: বরকত উল্লাহ বুলু স্বৈরাচারী হাসিনা মিথ্যা অজুহাত দিয়ে জামায়াতের নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে কুমিল্লার মেঘনায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ৫ জন গ্রেফতার স্বৈরাচারী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশকে অঙ্গরাজ্য করার স্বপ্ন দেখেছিল ভারত : বিএনপি নেতা হাজী ইয়াছিনন কুবি’র গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থীর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ছাত্র আন্দোলনে গুলিবর্ষণকারী সাফিন গ্রেফতার কুমিল্লার অরক্ষিত রেলক্রসিংগুলো যেন মরণফাঁদ কুমিল্লা নামেই বিভাগ হবে : উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লা সদর দক্ষিণে ডাকাতির প্রস্তুতি, তিনজন গ্রেফতার

নতুন প্রজন্মকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ও দ্রোহের কবি নজরুলের জীবনদর্শন জানাতে হবে # কুমিল্লায় জাতীয় বরীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের আলোচনা সভায় বক্তারা

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৩ দেখা হয়েছে

বাঙালি সংস্কৃতির সাথে রবীন্দ্র-নজরুল নামটি গেঁথে রয়েছে। বাঙালি জাতিসত্ত্বা প্রতিষ্ঠা ও মুক্তিযুদ্ধের ভাবাদর্শের বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তাঁদের সৃজনশীলতা ও জীবন দর্শনের মৌলিক বিষয়াদির প্রাসঙ্গিকতা রয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান বিশ্ব স্বীকৃত। এই দুই কবির কবিতা ও গান আন্দোলন সংগ্রামসহ বিভিন্ন রাজনৈতিক সংকটে অনুপ্রেরণার অন্যতম উৎস ছিল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ও দ্রোহের কবি নজরুলের সাহিত্য চর্চা সম্পর্কে জানতে হবে। নতুন প্রজন্মকে তাঁদের জীবনদর্শন জানাতে হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ বির্নিমাণে এই চর্চা ভূমিকা রাখবে।

 

 

শনিবার ( ৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমিল্লা নগরীর নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় অডিটারিয়ামে অনুষ্ঠিত জাতীয় বরীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ কুমিল্লা শাখার উদ্যোগে বিশ্বকবি বরীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

 

আগুনের পরশমণি, দাও শৌর্য, দাও ধৈর্য হে উদার নাথ গান গেয়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।

 

 

এরপর সংগঠনের সভাপতি প্রফেসর নিখিল চন্দ্র রায়ের সভাপতিত্বে ও স্নিগ্ধা চক্রবতীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক বিজন কুমার চক্রবর্ত্তী। আলোচনায় অংশ নেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, অধ্যাপক নারায়ণ চক্রবর্তী, অধ্যাপক ড. মো. মুনিরুজ্জামান, ড. মো. আলী হোসেন চৌধুরী।

 

সভাপতির বক্তব্যে অধ্যাপক নিখিল চদ্ৰ রায় বলেন সমাজ ও সংস্কৃতিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখছে রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ। মুক্তিযুদ্ধের চেতনায়, অসাম্প্রদায়িক মনন গঠন ও সুস্থ সংস্কৃতির চর্চায় এ সংগঠন কাজ করে যাছে।

 

 

আলোচনা শেষে সাংস্কৃতিক পরিবেশনায় মিতা পাল, রুমা নাথ ও আলপনা দাসের সংগীত পরিচালনায় তুমি আমাদের পিতা, বিজন গোটে কে রাখাল বাজায় বেণু, নিশার স্বপন, জাতের নামে বজ্জাতি সব এ গানগুলো সম্মেলক কন্ঠে গাওয়া হয়। এতে জাতীয় ববীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ কুমিল্লা শাখার শিল্পিরা অংশ নেন।

 

 

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন প্রাঞ্জল, প্রণব, আদৃতা, নন্দিনী, শারন্যা, শ্রেয়সী, হৃদি,ত্রয়ী, কোয়েল, জয়ীতা, সপ্তষী, অভিনয়, অর্ক, দেবজিত, অর্ঘ্য, অতশী, প্রকৃতি, প্রজ্ঞা, ভৌমিকা, নিকিতা, অর্পিতা,নতনুশ্রী, প্রীয়ন্তি, পূজা, সংগীকা, রীপা, আলপনা, বন্যা, আরাত্রিকা, নোভা, রঞ্জন,নহুমায়ুন কবির, সেলিম,নপ্রলিপ, মনীষা, পুস্পিতা, প্রাচী, শায়েলা ও টুসী।

অতিথি শিল্পী হিসেবে সংগীত পরিবেশন করেন গুরুদাস ভট্টাচার্য। আবৃত্তি করেন বদরুল হুদা জেনু ও তপন সাহা।

 

নৃত্য পরিবেশন করেন রিয়া চক্রবর্তী ও তনুশ্রী দাস।

 

সাংস্কৃতিক পরিবেশনায় যন্ত্র শিল্পীদের মধ্যে ছিলেন তবলায় কীবোর্ডে শ্যামাপ্রসাদ ভট্টাচার্য ও তবলায় সঞ্জয় দেব।

Last Updated on September 9, 2023 10:55 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102