রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৭:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
তারুণ্যের উৎসবে মুরাদনগরে রচনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে : মনোহরগঞ্জে জামায়াতের নায়েবে আমির সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত হাইটেক পার্কের ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচীর সার্টিফিকেট বিতরণ চৌদ্দগ্রামের নাশকতার মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি তাবলিগের তালিম বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অবরুদ্ধ কুমিল্লা নগরীতে ৫০ হাজার টাকা জরিমানা গুনলো টপ টেন মার্ট ও হোম স্টপ জাবিরের কবিতা ‘ডাক এসেছে’ কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি অনুমোদন ব্রাহ্মণপাড়ায় রান্নার আগুনে দগ্ধ গৃহবধূকে বাঁচানো গেলোনা ফ্যাসিস্ট কুৎসিত লোকগুলো যেন সংসদে প্রবেশ করতে না পারে : ড. বদিউল আলম মজুমদার কুমিল্লা নগরীর ফুটপাত দখলমুক্ত করতে জেলা প্রশাসন ও সেনাবাহিনীর অভিযান সফলভাবে শেষ হলো কুমিল্লা আইডিয়াল কলেজের তিন দিনব্যাপী কক্সবাজার শিক্ষাসফর কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা কবির শিকদার গ্রেফতার লালমাইয়ে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, পুলিশ বলছে ঘটনাটি সন্দেহজনক কুমিল্লায় গ্যাস সংকট : এলপিজি সিলিন্ডার ও ইলেকট্রিক চুলায় প্রতিমাসে বাড়তি খরচ সদর দক্ষিণে শিশু নাবিলাকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি মেহরাজের মৃত্যুদণ্ড কুমিল্লা নগরীতে সেনাবাহিনীর হাতে অস্ত্রসহ দুইজন আটক কুবিতে রকিব-মাসায়িদের নেতৃত্বে টাঙ্গাইলের বন্ধন

নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে বঙ্গবন্ধুর চেতনা ও আদর্শ : কুমিল্লা জেলা ও দায়রা জজ

সাদিক মামুন
  • আপডেট টাইম বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ১১২ দেখা হয়েছে
অনষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন

কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন বলেছেন, শেখ মুজিবুর রহমান একদিনে বঙ্গবন্ধু হয়ে ওঠেননি। গভীর রাজনৈতিক প্রজ্ঞা, আত্মত্যাগ ও জনগণের প্রতি অসাধারণ মমত্ববোধের কারণেই পরিণত বয়সে তিনি হয়ে ওঠেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু। অন্যায়ের প্রতিবাদ করাই তাঁর স্বভাব ছিলো। ৭৫ এর ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার, স্বজনদের নির্মমভাবে হত্যা করে ঘাতকরা ইতিহাসের জঘন্যতম অপরাধ ঘটিয়েছিল। গোটা জাতি নির্মম হত্যাকাণ্ডের দিনটিকে শোকাভিভূত হৃদয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে থাকে। আজকে আমাদের শপথ নিতে হবে বঙ্গবন্ধুর প্রত্যাশিত অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন সমাজ গড়ার। বঙ্গবন্ধুর চেতনা  ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। সেই চেতনার আলোয় আগামি প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। সেই লক্ষ্য নিয়ে আমাদেরকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে।

 

বুধবার (১৬ আগষ্ট) দুপুরে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির হলরুমে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল রানা। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে মুক্তির মহামন্ত্রে উজ্জীবিত করে ধাপে ধাপে এগিয়ে নিয়ে গেছেন স্বাধীনতা ও সশস্ত্র মুক্তিযুদ্ধের দিকে।আর এনে দিয়েছেন মুক্তির স্বাধীনতা। আর তাই বাঙালির মুক্তিসংগ্রামের সঙ্গে বঙ্গবন্ধুর নাম একাকার হয়ে আছে, থাকবে।বাঙালির সবচেয়ে হৃদয়বিদারক ও শোকের দিন ১৫ আগষ্ট।এদিনটিতে বিনম্র শ্রদ্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহত সদস্যদের স্মরণ করে থাকে বাঙালি জাতি।এই শোককে শক্তিতে পরিণত করে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আমাদের সবাইকে ভূমিকা রাখতে হবে।

 

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক বেগম নাসরিন জাহান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন, যুগ্ম জেলা ও দায়রা জজ মো. ইমাম হাসান ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেন ।

 

কুমিল্লা বারের সভাপতি এডভোকেট আহছান উল্লাহ খন্দকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা বারের সাবেক সভাপতি এডভোকেট সৈয়দ আব্দুল্লাহ পিন্টু, কুমিল্লা জেলা পিপি এডভোকেট জহিরুল ইসলাম সেলিম, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কুমিল্লা জেলা শাখার আহবায়ক এডভোকেট ইউনূস ভূঁইয়া, জিপি এডভোকেট তপন বিহারী নাগ, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কুমিল্লা জেলা শাখার সদস্য সচিব ও সাবেক জেলা পিপি এডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন, কুমিল্লা বারের সাবেক সভাপতি এডভোকেট আবদুল মমিন ফেরদৌস, স্পেশাল পিপি এডভোকেট আবদুল হামিদ মানিক ও কুমিল্লা বারের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ নুরুর রহমান প্রমুখ।

 

আলোচনা শেষে দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এবং তাঁর পরিবারের সকল শাহাদাৎ বরণকারী সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।

Last Updated on August 16, 2023 8:27 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102