কুমিল্লার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাগমারা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন র্যালি শুক্রবার (১ জানুয়ারি) অনুষ্টিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন শতবর্ষ উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক ও কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম।
স্বাস্থ্যবিধি মেনে ইংরেজি নতুন বছরের প্রথমদিন শুক্রবার বিকেল ৩টায় বাগমারা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে আনন্দ র্যালির শুভ উদ্বোধন হবে। এরপর র্যালিটি বাগমারা বাজার প্রদক্ষিণ করবে। র্যালি শেষে কেক কাটা, সংক্ষিপ্ত স্মৃতিচারণ, দোয়া, ফানুস ও আতশবাজি উড়ানোর মধ্য দিয়ে শতবর্ষ উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হবে।
শতবর্ষ উদযাপন কমিটির আহবায়ক ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার এবং সদস্য সচিব মোঃ কামাল হোসেন র্যালিতে অংশগ্রহণের জন্য এ বিদ্যালয়ের সকল প্রাক্তন শিক্ষার্থীদের অনুরোধ করেছেন।
শতবর্ষ উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক ও কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন কৃতি শিক্ষার্থী ও শতবর্ষ উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এফসিএ এমপি’র নির্দেশনা মোতাবেক শতবর্ষ উদযাপনের মূল অনুষ্ঠানের তারিখ পরবর্তিতে জানানো হবে।
উল্লেখ্য ১৯২১ সালে প্রতিষ্ঠিত বাগমারা উচ্চ বিদ্যালয় ২০২১ সালের প্রথম প্রহরে শতবর্ষে প্রদার্পণ করবে। এ বিদ্যাপীঠের শিক্ষার্থীরা সমাজের বহুদিক আলোকিত করে চলেছেন। শিক্ষা, চিকিৎসা, প্রশাসন, রাজনীতি ও ব্যবসায়সহ রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল উপস্থিতি রয়েছে।
Last Updated on December 31, 2020 6:58 pm by প্রতি সময়