শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুমিল্লার ১১টি আসনে ১২১ জন প্রতিটি মানুষকে মনে রাখতে হবে সুস্থ হার্ট সুস্থ জীবন : ডা. তৃপ্তীশ কোটবাড়ি এলাকায় তিশা পরিবহনের তিন বাসে আগুন উৎসবমুখর পরিবেশে এমপি বাহারের মনোনয়নপত্র দাখিল ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যানের পদ থেকে আবু জাহেরের পদত্যাগ # স্বতন্ত্র প্রার্থী হবেন কুমিল্লা-৫ আসনে কুমিল্লার মুরাদনগরে সড়ক ও জেলা পরিষদের জায়গা দখল করে অবৈধ স্থাপনা # ভাড়া ও বরাদ্দের নামে লাখ লাখ টাকা চাঁদাবাজি সাংবাদিক নেকবর হোসেনের পিতার দশম মৃত্যুবার্ষিকীত কাল শেখ হাসিনা বিশ্বের সবচেয়ে সাহসী মানুষের নাম : এমপি বাহার দাউদকান্দিতে কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ দেবিদ্বারে অ্যাম্বুলেন্সের ধাক্কায় যুবক নিহত আলিম ও ফাজিল অনার্স পরীক্ষায় কুমিল্লা আলিয়া মাদরাসার সাফল্য চৌদ্দগ্রামে ৫৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক কুমিল্লা-১আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি সুবিদ আলী ভূঁইয়াসহ চারজনের মনোনয়নপত্র সংগ্রহ কুমিল্লা-৫ আসনে স্বতন্ত্র প্রার্থীর ঘোষণা দিয়ে আওয়ামী লীগের চার নেতার মনোনয়নপত্র সংগ্রহ ২৫ বছর পর বরুড়ায় ফার্নিচার ব্যবসায়ী হত্যার দায়ে চারজনের মৃত্যুদণ্ডাদেশ, একজনের যাবজ্জীবন হৃদরোগ প্রতিরোধে করণীয় জানলো শতাধিক স্কুল শিক্ষার্থী দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা সাজ্জাদ ও টিটুর  সুস্থ থাকার জন্য খেলাধুলার প্রয়োজন রয়েছে : কুবি ভিসি # শেখ কামাল কাপ আন্তঃবিভাগ ভলিবল শুরু বুড়িচংয়ে শেষ হলো পারিবারিক হাঁস মুরগী পালন বিষয়ক প্রশিক্ষণ কুমিল্লার ১১টি আসনে নৌকার পুরানো ৯ মাঝির সঙ্গে নতুন মুখের দুইজন

নববধূর মৃত্যু ! পরিবারের দাবী যৌতুকের কারণে পরিকল্পিত হত্যা

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৪২৪ দেখা হয়েছে
# ফারহানা আলম ঋতু ও তার স্বামী মোঃ দেলোয়ার হোসেন। সংগৃহিত ছবি।
মাত্র দু’মাস হলো বিয়ে হয়েছে ফারহানা আলম ঋতুর। মাস খানেক না যেতেই স্বামীসহ ঘরের লোকজনের চাওয়া-পাওয়া শুরু হয়।আসবাবপত্র দিয়ে শশুরবাড়ি পরিপূর্ণ করে দেওয়াসহ স্বামীর হোমিও ওষুধের ব্যবসার পরিধি বাড়ানোর জন্য নগদ টাকার চাপও দেয়া শুরু হয় নববধূ ঋতুকে।স্বামীর বাড়ির এসব দাবীর বিষয় নিয়ে বাবার বাড়িতে আসেন ঋতু।পরিবারের লোকজনকে জানান শশুরবাড়ির পক্ষ থেকে যৌতুক চাওয়ার বিষয়টি।  এসময় বাবার বাড়িতে আসলেও বড় ভাই  ভাবীর সাথে বেড়াতে যান ভাইয়ের শশুরবাড়িতে।এনিয়ে মনক্ষুন্ন হন ঋতুর শশুরবাড়ির লোকজন।  তারপর শশুরবাড়িতে যাওয়ার পর ‘যৌতুকের দাবী পুরণের সুসংবাদ’ না পাওয়ায় ঋতুর ওপর শুরু হয় স্বামী, শশুর ও অন্যান্যদের অমানুষিক নির্যাতন।আর এ নির্যাতনেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সুন্দরী নববধূ ঋতু।  মৃত্যু সংবাদ আসে ঋতুর পরিবারে।লাশ আনতে গিয়ে দেখেন স্বামী, শশুর, শাশুড়ি বাড়ি ছেড়ে লাপাত্তা।

ঘটনাটি গত ১৩ এপ্রিল মঙ্গলবার রাত ১০টার দিকে বি-ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার নয়নপুর বেলতুলী গ্রামে ঘটেছে।

নিহত নববধূ ফারহানা আলম ঋতু কুমিল্লা দক্ষিণ বাগিচাগাঁও এলাকার মোঃ দুলাল মিয়ার মেয়ে। গত ১২ ফেব্রুয়ারি করোনা পরিস্থিতির কারণে স্বল্প পরিসরের আয়োজনেই মেয়েকে বিয়ে দেন কসবা নয়নপুর বেলতলী গ্রামের নুরু মিয়া ছেলে হোমিও চিকিৎসক মোঃ দেলোয়ার হোসেনের সাথে।

নিহত ঋতুর পরিবারের দাবী, যৌতুকের কারণে স্বামী, শশুর, শাশুড়ি মিলে তাকে শারীরিক নির্যাতন চালিয়ে হত্যা করেছে।

নিহত ঋতুর বড় ভাই জানে আলম রাজু জানান, ‘ঋতুর স্বামী দেলোয়ারের বড় বোন কুমিল্লা ডিবি পুলিশে কর্মরত এএসআই আমেনা খাতুন আঁখি আমাকে ১৩ এপ্রিল রাত আনুমানিক পৌনে ১২টার দিকে মোবাইলে ফোন করে বলে তোমার বোনের অবস্থা ভালো না, আবার বলে তোমার বোন মারা গেছে।’

তিনি আরও জানান, ‘এখবর পেয়ে রাতেই কসবায় ছুটে যাই । রাত দু’টার দিকে সেখানে পৌঁছে গিয়ে দেখি পুলিশ বোনের লাশ সিএনজিযোগে নিয়ে যাচ্ছে। পুলিশের সাথে কথা বলে জানলাম, আমার বোন গলায় ফাঁস দেয়নি, কোন কীটনাশক খায়নি।  আমার বোনের সারা শরীরে নির্যাতনে চিহ্ন রয়েছে।  বোনের শশুর বাড়িতে গিয়ে দেখি স্বামী, শশুর, শাশুড়ি সবাই বাড়ি ছেড়ে পালিয়েছে। আমার বোনকে যৌতুকের কারণে নির্যাতন চালিয়ে ওরা হত্যা করেছে।’

বুধবার দুপুরে বি-বাড়িয়া সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য লাশ পাঠানো হয়। ময়না তদন্ত শেষে ঋতুর পরিবারের লোকজনের কাছে লাশ হস্তান্তর কর হয়।  রাত সাড়ে সাতটায় কুমিল্লা বাগিচাগাঁও পারিবারিক কবরস্থানে ঋতুকে দাফন করা হয়।

নিহত ঋতুর মা চিনু বেগম বলেন, ‘আমার মেয়েকে যৌতুকের জন্য নির্যাতন করে পরিকল্পিতভাবে তার স্বামী, শশুর, শাশুড়ি হত্যা করেছে।  আমার মেয়ের শরীরে নির্যাতনের অসংখ্য চিহ্ন দেখলে যে কেউ বলবে কতোটা অমানুষিক নির্যাতন চালিয়ে ওইসব পাষন্ডরা আমার মেয়েকে মৃত্যুর কোলে ঢেলে দিয়েছে। আমি ওইসব ঘাতকদের গ্রেফতার ও শাস্তি দাবী করছি।

এদিকে নিহত ঋতুর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের সব প্রস্তুতি  নেওয়া হচ্ছে বলে জানান মোঃ দুলাল মিয়ার বড় ছেলে জানে আলম রাজু।

# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

Last Updated on April 15, 2021 11:55 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102