দীর্ঘদিন ধরে রেলাইনের ওপর অস্থায়ীভাবে বাজার গড়ে তুলে সেখান থেকে টোল আদায় করতো একটি মহল। থানা প্রশাসনের কোন নির্দেশকেই এসব অবৈধ দোকাদাররা পাত্তা দিতো না। অবশেষে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রশাসন ও লাকসাম রেলওয়ে পুলিশের অভিযানে মুক্ত হয়েছে নাঙ্গলকোট রেলগেইট এলাকায় রেলপথের ওপর বসা অবৈধ বাজার।
মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের নাঙ্গলকোট রেলগেট এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে প্রায় ৫০টি দোকান উচ্ছেদ করা হয়। এসময় ছয় দোকানদারকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যান আদালতের নেতৃত্ব দেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন। অভিযানে লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ উল্লাহ বাহার সহ নাঙ্গলকোট থানা পুলিশ উপস্থিত ছিলেন।
লাকসাম রেল পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ঢাকা চট্টগ্রাম রেলপথের ওপর অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে মাছ, সবজিসহ বিভিন্ন পন্যের অন্তত ৫০টি দোকান বসিয়ে ব্যবসা করে আসছিল। বিভিন্ন সময় তাদের নির্দেশ দিয়েও সরানো যাচ্ছিল না। এভাবে রেলগেইট এলাকায় ও রেললাইনের ওপর দোকানপাট বসিয়ে বেচাবিক্রি করা বিক্রেতা, ক্রেতা ও সাধারণের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় ট্রেনচলাচল নিরাপদ ও স্বাভাবিক রাখতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ বাজার সরিয়ে রেললাইন মুক্ত করা হয়েছে।
Last Updated on February 6, 2024 7:09 pm by প্রতি সময়