ভ্রাম্যমান আদালতের অভিযানের খবর শুনে সড়ক থেকে লাপাত্তা অবৈধ সিএনজি অটোরিকশা। ঘটনাটি ঘটেছে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার লোটাস চত্বর এলাকায়।
জানা যায়, মঙ্গলবার বিআরটির উদ্যোগে লোটাস চত্বর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল হক।
গাড়ীর বৈধ কাগজপত্র, ফিটনেস না থাকায় ভ্রাম্যমাণ আদালত ১৪টি মোটরসাইকেল চালকের কাছ থেকে ৭ হাজার টাকা ও দুটি সিএনজি অটোরিকশা চালকের কাছ থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন। এছাড়া ৪টি সিএনজি অটোরিকশা জব্দ করেন।
অভিযানের এই খবর জানতে পেরে লোটাস চত্বর এলাকার সড়কে থাকা অবৈধ সব সিএনজি অটোরিকশা মুহূর্তের মধ্যে লাপাত্তা হয়ে পড়ে।
ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন কুমিল্লা বিআরটিএ (সার্কেল) সহকারী পরিচালক আবদুল মন্নান, নাঙ্গলকোট থানার পুলিশ উপ-পরিদর্শক কামাল হোসেন সহ অন্যান্য কর্মকর্তারা।
বিষয়টি নিশ্চিত করে নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল হক বলেন, সড়ক ও পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ও ৪২ ধারা অনুযায়ী এবং অবৈধ সিএনজি অটোরিকশা চালকদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।
Last Updated on September 19, 2023 9:38 pm by প্রতি সময়