কুমিল্লা নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির সভা মঙ্গলবার (৩০ জানুয়ারী) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুউদ্দিন কালু।
সভায় বিভিন্ন বিষয়ের ওপর আলোচনায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) মো. আশ্রাফুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভূঁইয়া, প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা, মেডিকেল অফিসার ডা. আরিফ ইমরান, থানা উপ পরিদর্শক নাজমুল হোসেন, সাইফ উদ্দিন আলমগীর চেয়ারম্যান, আবদুর রশিদ চেয়ারম্যান, আবদুল হামিদ চেয়ারম্যান, মো. ইউছুপ কোম্পানী চেয়ারম্যান, মাস্টার রফিকুল হোসেন চেয়ারম্যান,অধ্যাপক ইকবাল বাহার মজুমদার চেয়ারম্যান, সাইফুল ইসলাম চেয়ারম্যান, নুরুল আফসার চেয়ারম্যান, জসিম উদ্দিন চেয়ারম্যান প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জাকারিয়া, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবু তাহের, শিক্ষা অফিসার শরীফ রফিকূল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার নাছির উদ্দিন।
সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষে বিভিন্ন ধরণের পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।
Last Updated on January 30, 2024 7:06 pm by প্রতি সময়