বিএনপির অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ অঙ্গ সহযোগী সংগঠন। রবিবার বিকেলে পৌর সদরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবু ইউসুফ, সহসভাপতি মজিবুর রহমান মজিব, শাহ জাহান ভূইয়া, সাংগঠনিক সম্পাদক এম সাইফ উদ্দিন আলমগীর চেয়ারম্যান, হুমায়ূন কবির মজুমদার,দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার,যুবলীগ নেতা জহির উল্লাহ মজুমদার সুমন, শ্রমিক লীগের সভাপতি আলী নোয়াব, কৃষকলীগের সভাপতি হারুন অর রশিদ ভূইয়া, সাধারণ সম্পদক আহছানউল্লাহ মেম্বার, হেসাখাল ইউপি চেয়ারম্যান অধ্যাপক ইকবাল বাহার মজুমদার, সাবেক চেয়ারম্যান আবদুল ওহাব, কাজী এয়াছিন, জোড্ডা পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হক ভ‚ঁইয়া, জোড্ডা পূর্ব ইউনিয়ন আওয়ামী সাধারণ সম্পাদক এস আর শাহাব উদ্দিন ভূইয়া, ছাত্রলীগ নেতা ওবায়দুল হক প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত আবার সহিংস হয়ে উঠেছে। সন্ত্রাস,নৈরাজ্য সৃষ্টি করছে। আমাদেরকে এই নৈরাজ্য প্রতিহত করতে হবে। বিএনপি-জামায়াত আন্দোলনের নামে দেশের উন্নয়নমূলক কর্মকান্ডকে বাধাগ্রস্ত করতে চায়। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা কারো নিকট মাথা নত করে না। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
Last Updated on July 30, 2023 11:25 pm by প্রতি সময়