ইউনিভার্সিটি স্টুডেন্ট’স এলায়েন্স অব বক্সগঞ্জ (উসাব) আয়োজনে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জে অস্বচ্ছল এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার বক্সগঞ্জ মডেল কলেজ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে শিক্ষা উপকরণ বিতরণ করা
উসাব সভাপতি রিয়াজ উদ্দিন অন্তরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: জাবেদ হোসাইন মিয়াজীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মো. মাঈন উদ্দিন জুয়েল এবং প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক নূর মোহাম্মদ ভূঁইয়া, নারী উদ্যোক্তা কামরুন নাহার ডানা, বক্সগঞ্জ স্কলার্স স্কুল প্রধান শিক্ষক কামরুল ইসলাম, মাস্টার ওমর ফারুক প্রমুখ।
সভায় বক্সগঞ্জ ইউনিয়নের মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে ১০০টি স্কুল ব্যাগ এবং ৯০জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ (ফাইল, স্টেপলার, পিন, কলম, বই) বিতরণ করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক জাবেদ হোসাইন মিয়াজী বলেন, উসাব ২০১৭ সাল থেকে বক্সগঞ্জ ইউনিয়ন শিক্ষর্থীদের উচ্চ শিক্ষা অর্জনের লক্ষ্যে সকল ধরনের সহযোগীতাসহ সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।
Last Updated on December 23, 2023 6:59 pm by প্রতি সময়