উসাব মেধাবৃত্তি ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দিল ইউনিভারর্সিটি স্টুডেন্ট’স অ্যালায়েন্স অব বক্সগঞ্জ।
সোমবার বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে মেধাবৃত্তি ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দেওয়া হয়।
সংগঠনের সভাপতি জাহিদ হোসেন ইভানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহযোগী অধ্যাপক মাঈন উদ্দিন জুয়েল, বিশেষ অতিথি ছিলেন বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুর রশিদ ভূঁইয়া, তারা গ্রুপের জিএম মো.আলী হোসেন, নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা, প্রধান শিক্ষক রৌশনারা আক্তার, মালেশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী নুর মোহাম্মদ, সমাজ সেবক নূরুন নবী স্বপন, বেলাল হোসেন, উসাব সাধারণ সম্পাদক জায়েদ হাসান নিপন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কেবল পরীক্ষার ফলাফল নয়, শিক্ষার্থীর বাস্তব মেধা মূল্যায়ন করে তাকে কাঙ্খিত পথ দেখাতে হবে। আজকের কৃতি ও মেধাবী শিক্ষার্থীরাই এ দেশের সম্ভাবনা, আগামী দিনের যোগ্য নেতৃত্ব।
অনুষ্ঠানে অতিথিরা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে সনদ, ক্রেস্ট ও গাছের চারা তুলে দেন।
Last Updated on July 3, 2023 8:07 pm by প্রতি সময়