সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মুরাদনগর উপজেলা মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ডাকাতদলের সদস্য আটক : লুন্ঠিত স্বর্ণসহ পিস্তলের গুলি, ম্যাগজিন দেশীয় অস্ত্র উদ্ধার  আওয়ার লেডি অব ফাতিমা গার্লস হাইস্কুলের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী কুমিল্লায় ছাত্র-জনতার গণধোলাইয়ের পর স্বেচ্ছাসেবকলীগ নেতাকে পুলিশে সোপর্দ  চৌদ্দগ্রামে বাসে পেট্রল বোমা মামলায় সাবেক কাউন্সিলর গ্রেফতার কুবিতে খুলনা বিভাগীয় ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি সুমন সম্পাদক তুষার কুমিল্লা পাবলিক স্কুল এন্ড কলেজ : বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন প্রথম আলো কুমিল্লা বন্ধুসভার ভাষা প্রতিযোগিতার পুরস্কার বিতরন মুরাদনগরে অবৈধ ইটভাটায় অভিযান : লাখ টাকা জরিমানা, চিমনি ধবংস কুমিল্লায় শেখ মুজিবের ম্যুরালের অস্তিত্ব মাটিতে মিশিয়েছে ছাত্র-জনতা অনির্বাচিত সরকার কখনোই জনগণের সরকার না : ডা. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের কুমিল্লায় চাচার টেঁটার আঘাতে ভাতিজিবিদ্ধ যুবদল নেতা তৌহিদের মৃত্যুর ঘটনায় ৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা চৌদ্দগ্রামে হামলার পর চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু দাউদকান্দিতে ১৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন আটক পরকীয়ায় প্রাণ গেলো প্রেমিকের, প্রেমিকা আটক বাংলাদেশ প্রাইভেট মাদরাসা ওয়েলফেয়ার এসোসিয়েশনের কেন্দ্রিয় কমিটি ঘোষণা নিহত তৌহিদের পরিবার সাক্ষাত করলেন জিওসি’র সঙ্গে চার সন্তানের ভবিষ্যৎ নিয়ে দিশেহারা তৌহিদের স্ত্রী অলি আওলিয়ার এদেশে মাজার-খানকাহ রক্ষা করতে হবে : শাহসূফি মো. আলমগীর খান আল-মাইজভান্ডারী

নাঙ্গলকোটে কৃষি ও মৎস্য চাষে বিপ্লব ঘটাতে হবে : কুমিল্লা জেলা প্রশাসক

মজিবুর রহমান মোল্লা,স্টাফ রিপোর্টার (নাঙ্গলকোট) কুমিল্লা
  • আপডেট টাইম সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫২ দেখা হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের জনগণের দ্বোরগোড়ায় ডিজিটাল সেবা পৌছে দেয়ার যে অঙ্গীকার করেছিলেন। আজ সারাদেশের মানুষ সে সুফল ভোগ করছে উল্লেখ করে কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান বলেছেন, আমাদেরকে যেকোন মূল্যে জনগণকে সেবা দিতে হবে। যাতে করে তারা কম সময়ে এবং দ্রুত সেবা পায়। সরকারি বিভিন্ন দপ্তরে জনগণকে স্বচ্ছভাবে সেবা প্রদান করতে হবে।

 

 

সোমবার (২৫ সেপ্টেম্বর) নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের আয়োজনে জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও অন্যান্য অংশীজনের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি। উপজেলা অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

 

জেলা প্রশাসক আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের জন্য সার্বজনীন পেনশানের ৪টি স্কিম ঘোষণা দিয়ে একটি মাইল ফলক রচনা করেছেন। ১৮ থেকে ৬০ বছরের যে কোন নাগরিক এ পেনশানের আওতায় আসতে পারবেন।

 

 

তিনি বলেন, কুমিল্লা একটি প্রাচীন জেলা এবং এখানকার অনেক উপজেলা কৃষি ও মৎস্য চাষের জন্য বেশ উপযোগী। এর মধ্যে লাঙ্গলকোট একটি কৃষি সমৃদ্ধ জনপদ। নাঙ্গলকোটে আয়তনের তুলনায় জনসংখ্যা বেশি। তাই এখানকার ফসল উৎপাদনের উপযোগী জমি, মাছ চাষের জন্য পুকুর-জলাশয় এসব খালি রাখা যাবে না। নাঙ্গলকোটের জনগণকে কৃষি উৎপাদন এবং মৎস্য চাষে বিপ্লব ঘটাতে হবে।

 

 

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান মেহেবুবের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুউদ্দীন কালু, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপির সহকারী একান্ত সচিব কে.এম সিংহ রতন, পৌর মেয়র আব্দুল মালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভূঁইয়া, নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ (ওসি) দেবাশীষ চৌধুরী, নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা।

 

বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা এছাক মিয়া,সাঈফুর রহমান বাবলু চেয়ারম্যান প্রমুখ।

 

 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল হক, বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ ভূঁইয়া, রায়কোট উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাস্টার রফিকুল ইসলাম মজুমদার, হেসাখাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইকবাল বাহার মজুমদারসহ বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা।

 

 

এদিকে নবাগত জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমানের নাঙ্গলকোটে আগমনে উপজেলা পরিষদ, নাঙ্গলকোট প্রেসক্লাবসহ বিভিন্ন শ্রেনী-পেশার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।

Last Updated on September 25, 2023 10:33 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102