কুমিল্লার নাঙ্গলকোটে রাতের আঁধারে একটি নির্মাণাধীন দোকান ঘর ভাঙচুর করার অভিযোগ উঠেছে। শুক্রবার গভীর রাতে নাঙ্গলকোট পৌরসভার নাঙ্গলকোট গ্রামের দক্ষিণ পাড়ার কাজী বাড়ীতে এ ঘটনা ঘটে।
অভিযোগ জানা যায়, নাঙ্গলকোট গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে কাজী মো: আলা উদ্দিন ৫৭৩, ৬২৫ ও ৫৭৫ দাগে পৈত্রিক সূত্রে পাওয়া ২২ শতক জমিতে গত ১ মাস যাবৎ একটি বহুতল ভবন নির্মাণকাজ করে যাচ্ছেন। শুক্রবার রাতে শতাধিক লোকজনের একটি গ্রুপ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ঘরটি ভাঙচুর করে।
এ বিষয়ে আলাউদ্দিন বলেন, আমার জায়গায় গত একমাস থেকে দোকানঘর নির্মাণ করে যাচ্ছি। শুক্রবার গভীর রাতে ঘর ভাঙ্গার শব্দ পেয়ে বসত ঘর থেকে বাহির হওয়ার চেষ্টা করলে একটি সন্ত্রাসী গ্রুপ মূল গেইটে তালা দিয়ে রাখে। পরে আমি ঘরের ছাদ থেকে লাইট মারলে সন্ত্রাসীরা আমাকে হত্যার উদ্দেশ্যে ইট নিক্ষেপ করে। তাৎক্ষণিক জাতীয় জরুরি সেবায় ফোন দিলে ঘটনার স্থলে পুলিশ এসে গেইটের তালা ভেঙ্গে আমাকে ঘর থেকে বের করে। পুলিশ আসার আগেই তারা সবাই পালিয়ে যায়। তিনি এ ঘটনার জন্য বশিরুজ্জামান ও তার ভাতিজা আহসানুজ্জামান তুষারকে দায়ী করেন।
এ ব্যাপারে আহসানুজ্জামান তুষার বলেন, বিরোধপূর্ণ জায়গাটি আমরা পারিবারিকভাবে মালিক। কে বা কারা তাদের দোকানঘর ভাঙচুর করেছে তা আমরা কেউ জানি না। তবে জায়গাটি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। আমি ও আামার চাচার বিরুদ্ধে প্রতিপক্ষ যে অভিযোগ করেছে তা সম্পুর্ণ মিথ্যা।
এব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, এবিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Last Updated on December 9, 2023 9:20 pm by প্রতি সময়