কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, শোক র্যালী, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৫ আগষ্ট) সকালে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান মেহেবুবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সামছুউদ্দিন কালু, বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আবদুল মালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভূঁইয়া। বক্তব্য রাখেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে গণভোজের আয়োজন করা হয়।
এদিকে নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শোক র্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃর্তিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়ার আয়েজন করা হয়। মঙ্গলবার সকালে নাঙ্গলকোট মডেল মহিলা কলেজ প্রাঙ্গণ থেকে একটি শোক র্যালী বের করে পৌর সভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় মডেল মহিলা কলেজে মাঠে এসে শেষ হয়।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ আবু ইউসুফের সভাপতিত্বে ও সহ সভাপতি আবুল খায়ের আবুর উপস্থাপনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি রফিকুল হোসেন চেয়ারম্যান। প্রধান বক্তার বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আবু বক্কর সিদ্দিক আবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নাঙ্গলকোট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ নূরুল্লাহ মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহজাহান ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাছান ভ‚ইয়া বাছির, শহিদুল আলম পাটোয়ারী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম সাইফ উদ্দিন আলমগীর চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র এ,কে,এম মনিরুজ্জামান খাঁন, পৌর কাউন্সিলর শাহ মোহাম্মদ খুরশিদ আলম মজুমদার, পৌর কাউন্সিলর ও যুবলীগ নেতা জহির উল্লাহ মজুমদার সুমন, যবিলীগ নেতা শাহ জাহান সাজু, পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হক ওবায়েদ, ছাত্রলীগ নেতা রাহাত প্রমূখ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুসহ নিহত সকলের আত্বার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া এবং গণভোজের আয়োজন করা হয়েছে। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে।
Last Updated on August 15, 2023 7:14 pm by প্রতি সময়