কুমিল্লার নাঙ্গলকোটে টিসিবির পণ্য অন্যত্র বিক্রির উদ্দেশ্যে নেওয়ার সময় আটক করেছে স্থানীয় জনতা। এসময় টিসিবির স্থানীয় ডিলার লোকমান হোসেন পালিয়ে যান। সোমবার (৮ জানুয়ারি) নাঙ্গলকোট উপজেলার দৌলখাঁড় ইউনিয়নের বাম গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাঙ্গলকোটের দৌলখাঁড় ইউনিয়নের দৌলখাঁড় গ্রামের মইদারকুড়া পাড়ার হাফেজ আহাম্মদের ছেলে ও টিসিবির স্থানীয় ডিলার লোকমান হোসেন টিসিবির পণ্য গ্রাহকদের মাঝে যথাযথভাবে বিতরণ না করে অধিক লাভে অন্যত্র বিক্রি করে আসছিল। এনিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়। স্থানীয় লোকজন গোপনে খবর নিয়ে জানতে পারে প্রায় প্রতি মাসেই গ্রাহকদে মাঝে কিছূ বিতরণের পর বাকি টিসিবি পণ্য ডিলার লোকমান অন্যত্র বিক্রি করে দেয়। এমন খবরের সত্যতা নিশ্চিত হওয়ার পর স্থানীয়রা পাহারায় থাকে কখন টিসিবি পণ্য অন্যত্র বিক্রি করতে নেওয়া হয়।
সোমবার সকালে স্থানীয়রা জানতে পারে ডিলার লোকমান টিসিবির পণ্য নিয়ে অটোরিকশাযোগে যাওয়ার প্রস্ততি নিচ্ছে। পরে দৌলখাঁড় বাম গ্রামের লোকজন মালামালসহ অটোরিকশাটি আটক করে। এসময় ডিলার লোকমান হোসেন পালিয়ে যায়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে নাঙ্গলকোট থানার পুলিশ ঘটনাস্থলে এসে টিসিবির দুই বস্তা চাল, কার্টুন থেকে খুলে একটি বস্তায় ভরা সয়াবিন তেল ও এক বস্তা মসুর ডাল উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে মালামালগুলো জব্দ করা হয়। টিসিবির ওই ডিলারের বিরুদ্ধে বিধিগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Last Updated on January 8, 2024 7:49 pm by প্রতি সময়