কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেন দুর্ঘটনায় আহত সাদ্দামের ঠিকানা বা পরিবারের সন্ধান এখনও পাওয়া যায়নি।
দুর্ঘটনায় কবলিত সোনার বাংলা এক্সপ্রেসের ওই যাত্রীকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা প্রথমে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করেন।
পরে সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। এখন পর্যন্ত তার পারিবারের কেউ তার সন্ধানে এখানে আসেননি।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা, আজিজুর রহমান সিদ্দিকী।
হাসপাতাল সুত্রে জানা গেছে, আহত সাদ্দামের (২৫) বাড়ি বগুড়ায়। তিনি বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স ও নিউরো সার্জারী বিভাগের জরুরি বিভাগে চিকিৎসাধীন। দুর্ঘটনায় তিনি মাথা ও পিঠে প্রচণ্ড আঘাত পেয়েছেন। তবে তার পরিবার সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এমনকি তার বাড়ির ঠিকানাও জানা যায়নি। কেবল তার বাড়ি বগুড়ায় এটা জানা গেছে।
Last Updated on April 18, 2023 11:17 pm by প্রতি সময়