কুমিল্লার নাঙ্গলকোটে ডাকাতিয়া নদীর উপর নির্মিত একটি ষ্টিলের বেইলি ব্রিজের উপর আরেকটি ব্রিজ নির্মাণ করায় নৌ চলাচলসহ দ্রুত পানি নিষ্কাশনে ব্যাঘাত সৃষ্টি হয়েছে।
লাকসাম-চৌদ্দগ্রাম সড়কের নাঙ্গলকোটের পরিকোট নামক স্থানের ডাকাতিয়া নদীর উপর নির্মিত বেইলি ব্রিজটি দুবছর আগে ধসে পড়ে। পরবর্তীতে সড়ক ও জনপথ বিভাগ ওইস্থানে আরেকটি বেইলি ব্রিজ নির্মাণ করে।
কিন্তু ধসে পড়া ব্রিজটি অপসারণ না করে ওই ব্রিজের উপর নতুন ব্রিজ নির্মাণ করে। এতে ডাকাতিয়া নদীর ওই স্থান দিয়ে নৌযান চলাচল একবারে বন্ধ হয়ে যায়। তাছাড়া বর্ষা মৌসুমে নদীর পানি দ্রুত নিষ্কাশন হতে না পারায় আশপাশের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে মানুষের বাড়ী ঘর ডুবে গিয়ে ফসলাদি ও জিনিসপত্র নষ্ট হয়ে যায়।
সওজের লাকসাম অঞ্চলের উপ সহকারী প্রকৌশলী বশির খাঁন বলেন, নদীর পানি কমলে ধসে পড়া ব্রিজ অপসারণ করা হবে।
Last Updated on December 25, 2023 9:53 pm by প্রতি সময়