কুমিল্লার নাঙ্গলকোটে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে নাঙ্গলকোট পৌর সভার নাঙ্গলকোট গ্রামের উত্তর পাড়ায়। নিহতরা হলেন ওই গ্রামের নজরুল ইসলামের পুত্র আরাফাত হোসেন (৭) এবং মাহবুবুল হকের পুত্র আবদুল্লাহ আল নোমান (৬)। নিহত দুই শিশু স্থানীয় একটি স্কুল ও মাদরাসায় প্রথম শ্রেণিতে পড়তো।
স্থানীয়রা জানায়, সোমবার বিকালে খেলাধুলা করতে গিয়ে আরাফাত হোসেন ও আবদুল্লাহ আল নোমান আর ঘরে ফেরেনি। অনেক খোজাখঁজি করেও তাদের পাওয়া যায়নি।
মঙ্গলবার নাঙ্গলকোট গ্রামের উত্তর পাড়ার রামপুকুরিয়া পুকুরে এক জনের মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পানিতে নেমে অপরজনেরও মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, খেলাধুলা করে গোসল করতে পুকুরে নেমে ডুবে তারা মারা গেছে।
নাঙ্গলকোট পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর সাদেক হোসেন বলেন, শিশু দুইজন পানিতে ডুবে মারা গেছে। পারিবারি ভাবে মৃত্যু নিয়ে কোন অভিযোগ না থাকায় তাদের মরদেহ দাফন করা হয়।
Last Updated on September 12, 2023 11:45 pm by প্রতি সময়