কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় বালতির পানিতে ডুবে মিনহাজ নামে এক বছর বয়সী এক শিশু মারা গেছে। রবিবার উপজেলার জোড্ডা পশ্চিম ইউপির বাহুড়া গ্রামের হাজি বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার দুপুর দু’টার দিকে পরিবারের সবাই খাবার খেতে বসে। এমন সময় শিশু মিনহাজ ঘরের বাইরে যায়। এক পর্যায়ে ঘরের সামনে বৃষ্টির পানি পড়ে বালতিতে জমে থাকা পানিতে খেলার ছলে মাথা ডুবিয়ে দেয়। এতে তার মাথা বালিতে ডুবে পা উপরে থাকে। কিছুক্ষণ পর শিশু মিনহাজের বড় ভাই মাসুম (১২) এ দৃশ্য দেখে চিৎকার করলে পরিবারের লোকজন তাকে বালতি থেকে তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান শিশু মিনহাজ আর বেঁচে নেই।
শিশুটির মৃত্যুর বিষয়ে নিশ্চিত করে জোড্ডা পশ্চিম ইউপি সদস্য আব্দুল আলিম খোন্দকার বলেন, ঘটনাটি শুনে ওই বাড়িতে গিয়েছি। খুবই কষ্ট লেগেছে ঘটনাটি ঘটনায়। পরিবারের লোকদের প্রতি সমবেদনা জানিয়েছি।
তিনি বলেন, এখন বর্ষাকাল পুকুর ডোবায় পানি বেড়েছে, বাড়ির বাইরে থাকা বিভিন্ন বড় পাত্রে বা ছোট বড় গর্তে বৃষ্টির পানি জমে থাকবে। তাই ছোট শিশুদের এসব থেকে নিরাপদে রাখতে পরিবারের লোকজনকে সতর্ক থাকতে হবে।
Last Updated on July 16, 2023 6:54 pm by প্রতি সময়