নাঙ্গলকোট উপজেলা মৎস্য অফিসের আয়োজনে রাজস্ব খাতের আওতায় খাল বিল,নদী নালা, বর্ষায় প্লাবিত ধান খেত, প্লাবন ভূমি, সরকারী পুকুর দীঘি, প্রতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।
রবিবার (২০ আগষ্ট) নাঙ্গলকোট উপজেলা ভূমি অফিস পুকুরে মাছের পোনা অবমুক্তের মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়। এর পর উপজেলার ১২টি প্রতিষ্ঠানে মাছের পোনা অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.আশ্রাফুল হক, মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মাকসুদুর রহমান, উপ-সহকারী পরিচালক ফয়েজুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী আনিছুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা বন কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, ভূমি অফিস কাননগো মনিরুল ইসলাম প্রমুখ।
Last Updated on August 20, 2023 8:14 pm by প্রতি সময়