কুমিল্লার নাঙ্গলকোটে মাদক সেবনে বাধা দেয়ায় এক গ্রাম পুলিশ ও তার ছেলেকে কুপিয়ে-পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। মাদকসেবিরা সোমবার রাতে সংঘবদ্ধ হয়ে গ্রাম পুলিশের বাড়িতে হামলা চালিয়ে এ ঘটনা ঘটায়।
জানা যায়, নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের রাজাপাড়া গ্রামের গ্রাম পুলিশ সেলিম রবিবার দুপুরে তার বাড়ি সংলগ্ন সড়কের পাশে মাদকসেবিদের মাদক সেবন করতে দেখে বাধা দেয়। এঘটনার জের ধরে সোমবার রাতে মাদকসেবিরা সংঘবদ্ধ হয়ে সেলিমের বাড়িতে হামলা করে। এসময় মাদকসেবিরা চাইনিজ কুড়াল, ছোরা দিয়ে সেলিম ও তার ছেলে ওমর ফারুককে কুপিয়ে এবং লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এলাকাবাসী আহত সেলিম ও তার ছেলে ওমর ফারুকে উদ্ধার করে প্রথমে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাদের অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ঘটনায় স্থানীয়রা উপজেলার আদ্রা উত্তর ইউনিয়নের শাকতলী গ্রামের রনি, সাইফুল ও সিএনজি অটোরিকশাা চালক শাহাব উদ্দিনকে আটক করে নাঙ্গলকোট থানায় সোপর্দ করেন।
নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, অভিযোগ দিতে বলছি, দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Last Updated on October 17, 2023 7:03 pm by প্রতি সময়