চোরাই মোটরসাইকেলের ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তনের সময় দুই দফা অভিযানে কুমিল্লার নাঙ্গলকোটে চুরি করা ৫টি মোটরসাইকেলসহ চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে নাঙ্গলকোট থানা পুলিশ।
সোমবার (১৮ মার্চ) সকালে নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবাশীষ চৌধুরী প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
ওসি দেবাশীষ বলেন, শনিবার (১৬ মার্চ) মধ্যরাতে নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউপির বাঙ্গড্ডা দক্ষিণপাড়া গ্রামের সাইদ মজুমদারের বসতঘর থেকে চোরাই ৫ মোটরসাইকেলের ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তনের সময় চোর চক্রের দুই সদস্যকে হাতেনাতে আটক করে পুলিশ।
পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের আরও দুজনকে আটক করা হয়।
আটকরা হলেন- নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা গ্রামের সাইদ মজুমদারের ছেলে জহিরুল ইসলাম, গান্দাচী গ্রামের আনা মিয়ার ছেলে ছফি উল্লাহ, করের ভোমরা মুন্সিবাড়ির আব্দুর রশিদের ছেলে শাহাদাত হোসেন ও দক্ষিণ নুরপুর গ্রামের সালেহ আহমেদের ছেলে জিয়াউল হক জিয়া।
ওসি দেবাশীষ চৌধুরী বলেন, আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের রিমান্ডের জন্য আবেদন করা হবে।
Last Updated on March 18, 2024 8:17 pm by প্রতি সময়