
কুমিল্লার নাঙ্গলকোটে নিখোঁজের ১৩ দিন পর খাজু মিয়া (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়নের কালেম উত্তরপাড়া গ্রামের দীঘীর পাড় এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।
নিহত খাজু মিয়া কালেম উত্তরপাড়া গ্রামের মৃত ইউনূস মিয়ার ছেলে। পেশায় তিনি সিএনজি অটোরিকশা চালক ছিলেন। তিনি পরিবার নিয়ে ঢাকায়বসবাস করতেন।
নিহতের স্ত্রী অরুনা বেগম জানান, তার স্বামী ১৩দিন আগে গ্রামের বাড়ীতে বেড়াতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। শনিবার দুপুরের দিকে দেবর খলিলের মাধ্যমে নি জানতে পারেন তার স্বামীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ বিষয়ে নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে মৃত্যু কারণ।