কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার নাওগোদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আশ্বিনের বৃষ্টির পানি জমে থৈ থৈ অবস্থা। প্রাথমিকের ছোট শিক্ষার্থীরা স্কুলে ঢুকতে মাঠের পানিতে ভিজে শ্রেণিকক্ষে যাচ্ছে, আর ছুটি হলে ফের ভিজে বাড়িতে ফিরছে। এভাবে ভেজা কাপড়ে ক্লাস করা ও বাড়ি ফেরার পর কোন কোন শিক্ষার্থী আক্রান্ত হচ্ছেন সর্দি জ্বরে। অন্যদিকে শিক্ষকরাও জুতা প্যান্ট ভিজিয়ে স্কুলে আসা যাওয়া করছেন। আশ্বিনের বৃষ্টিতেই এই অবস্থা! বর্ষাকালে স্কুল মাঠের অবস্থা আরো করুণ হয়ে পড়ে।
অভিভাবকরা স্কুল মাঠে পানি জমে থাকার বিষয়টি সমাধানের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
জানা যায়, পৌরসভার নাওগোদা সরকারি বিদ্যালয়ের মাঠের চারপাশে রাস্তা, বাড়িঘর ও কালভার্টের মুখ বন্ধ করে সীমানা প্রাচীর নির্মাণের কারণে মাঠে পানি জমে এ জলাবদ্ধতার সৃষ্টি হয়।
এতে বিদ্যালয়ের আশ-পাশের বাড়িঘরে বৃষ্টির পানি অপসারণের পথ বন্ধ হওয়ায় সব পানি বিদ্যালয়ের মাঠে জমা হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোস্না সুলতানা বলেন, মাঠে জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা-যাওয়ায় দূর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া ময়লা ও দূর্গন্ধযুক্ত পানির কারণে শিক্ষার্থীরা ভাইরাস জ্বরে আক্রান্ত হচ্ছেন। বিষয়টি পৌরসভা মেয়র, স্থানীয় কাউন্সিলর এবং উপজেলা শিক্ষা অফিসারকে অবহিত করেছি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মনির আহম্মদ বলেন, বিদ্যালয় মাঠের কালভার্টটির মুখ বন্ধ করে দেওয়াল নির্মাণ করার কারণে পানি সরতে না পারায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। মাঠের সাথে পৌরসভার ড্রেন সংযোগ করলে এ সমস্যার সমাধান হবে।
পৌর কাউন্সিলর আক্তারুজ্জামান বলেন, ওই গ্রামের সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমানের সন্তানগণ বিদ্যালয়ের পূর্বপাশের সড়কের কালভার্টটির মুখ বন্ধ করে সীমানা প্রাচীর নির্মাণ করায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্চে।
উপজেলা শিক্ষা অফিসার মিনহাজ উদ্দিন বলেন, নাওগোদা সহ কয়েকটি বিদ্যালয়ের মাঠের খারাপ অবস্থা বিরাজ করছে। তবে আমাদের নিকট মাঠ সংস্কারের কোন বরাদ্ধ না থকায় কিছু করতে পারছিনা।
Last Updated on October 4, 2023 6:02 pm by প্রতি সময়