কুমিল্লারননাঙ্গলকোটে উপজেলা সহকারী কমিশনার-ভূমি (এসিল্যান্ড) পদে যোগদান করেছেন মোহাম্মদ মেহেদী হাসান।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন গতকাল মঙ্গলবার নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসানকে ফুলেল শুভেচ্ছা জানান।
মোহাম্মদ মেহেদী হাসান ৩৮তম বিসিএসের নির্বাহী ম্যজিস্ট্রেট হিসাবে ময়মনসিংহ জেলায় কর্মরত ছিলেন। পরে তাকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যাস্ত করা হয়।
এরপর গতকাল মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নাঙ্গলকোট উপজেলায় যোগদান করেন।
মোহাম্মদ মেহেদী হাসানের বাড়ী বরিশাল জেলার মূলাদী উপজেলার সেলিমপুর গ্রামে।
নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান বলেন, ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিতামূলক ও সহজীকরণ সেবা নিশ্চিতকরণে কাজ করে যাবেন। এজন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।
Last Updated on April 17, 2024 9:18 pm by প্রতি সময়