মৌকারা দরবারের বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠানের কার্যক্রম ও বর্তমান অবস্থা তুলে ধরে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঐতিহ্যবাহী মৌকারা দরবার শরীফের পীর আলহাজ্ব শাহ মুহাম্মদ নেছার উদ্দিন ওয়ালীউল্লাহী নাঙ্গলকোট প্রেসক্লাব সাংবাদিকদের সঙ্গে শুক্রবার মৌকরা দরবার শরীফ মিলনায়তনে মতবিনিময় করেছেন।
এসময় তিনি বলেন, মৌকারা দরবার শরীফ ও ওয়ালিয়া কমপ্লেক্সের অধীনে পরিচালিত ৭টি দ্বীনি প্রতিষ্ঠানে আড়াই হাজারের বেশি শিক্ষার্থী পড়ালেখা করছে। ঝুঁকিপূর্ণ পুরাতন ভবন ভেঙে নির্মাণাধীন নতুন ভবনগুলোর কাজ সমাপ্ত না হওয়ায় শিক্ষার্থীদের অনেক কষ্ট করে পড়ালেখা করতে হচ্ছে।
তিনি বলেন, ৭টি প্রতিষ্ঠানের মধ্যে মৌকারা নেছারিয়া কামিল অনার্স মাদ্রাসায় ১২শ শিক্ষার্থী, নেছারিয়া ওয়ালিয়া দ্বীনিয়া (বালক) মাদ্রাসা ৪শ শিক্ষার্থী, ওয়ালিয়া হাফেজিয়া মাদ্রাসায় ৫০জন, মহিলা মাদ্রাসায় ৫শ জন এবং প্রায় ৪শ জন এতিম, হতদরিদ্র শিক্ষার্থী নিয়ে লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা চালু রয়েছে। এমপিওভুক্ত শিক্ষক ছাড়াও অন্তত ৫০ জন শিক্ষক কর্মচারীর বেতন নিজস্ব তহবিল থেকে প্রদান করা হয়।
তিনি দরবারের দ্বীনি প্রতিষ্ঠানের অসমাপ্ত ভবনগুলোর কাজ সম্পন্ন করতে সরকারের বিভিন্ন দপ্তর ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, দারুসসুন্নত ওয়ালিয়া কমপ্লেক্সের সুপার মাওলানা আনোয়ার হোসেন, নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন রিয়াজ, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, সহসাংগঠনিক সম্পাদক তোফায়েল মাহমুদ ভূইয়া বাহার, প্রচার সম্পাদক শরীফ আহমেদ মজুমদার, সমাজ কল্যান সম্পাদক ওমর ফারুক প্রমুখ।
Last Updated on August 4, 2023 7:01 pm by প্রতি সময়