ধর্ষণ, সহিংসতা বন্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। সকাল দশটায় কান্দিরপাড় এলাকার ছবি #
নারীর প্রতি সহিংসতা, নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে উত্তাল কুমিল্লা নগরীর রাজপথ। দেশজুড়ে চলমান একের পর এক নারী নির্যাতন ও ধর্ষণকাণ্ডের প্রতিবাদে ফুঁসে উঠেছে সচেতন মানুষ। ধর্ষণ, নির্যাতন বন্ধ এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা রাজপথে নেমেছে।
ধর্ষণ, সহিংসতা বন্ধে শ্লোগানে শ্লোগানে মুখর হয়ে উঠে কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় এলাকা। নোয়াখালীর বেগমগঞ্জ, সিলেটের এমসি কলেজেসহ দেশেব্যাপী ধর্ষণ ও হত্যার বিচারের দাবীতে মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল দশটায় নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে ধর্ষণ ও নীপিড়ন বিরোধী ছাত্র জনতা ও বিভিন্ন সংগঠনের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়। ধর্ষণ বিরোধী বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড নিয়ে শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেয়।
মানবাধীকারকর্মী আবদুল হান্নান বলেন, ‘মানবাধীকারকর্মীরা আজ একত্রিত হয়েছে ধর্ষণসহ সকল নারী সহিংসার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। আমরা এসব ঘৃণ্য কাজের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি। ’
সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে প্রতিবাদ সমাবেশে যোগ দেয়া ছাত্রলীগ নেতা মোঃ আবু হেনা বিন মোস্তফা বলেন, ‘ছাত্রলীগ সব সময় অন্যায়ের বিরুদ্ধে। নোয়াখালীর বেগমগঞ্জসহ যে সকল ধর্ষণের ঘটনা ঘটেছে, এসবের নিন্দা এবং দোষীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবী করছি।’
কান্দিরপাড়ের এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৃহত্তর কুমিল্লা সেচ্ছাসেবী ফোরামের সভাপতি আবদুল হান্নান, সালমা, বিডিক্লিন এর উপদেষ্টা ইফতেখার রুবেল, সমন্বয়ক মোল্লা মুসলেম উদ্দিন শান্ত, হানিফ মোচ্ছাবির, পথশিশু কল্যাণ এর আরিফ নায়েক, সেইভ দ্যা হিউমিনিটির সেলিম মাহমুদসহ আরো অনেকে।
#দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে protisomoy ফেসবুক পেইজে লাইক দিয়ে এবং ভিডিও খবর দেখতে protisomoy news ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে অ্যাকটিভ থাকুন।
Last Updated on October 6, 2020 2:33 pm by প্রতি সময়