কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ছোট ভাই কবি হিমেল বরকত আর নেই। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন।
রবিবার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন জাবির বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাহিদ হক।
তিনি জানান, শনিবার বেলা ১১টার দিকে হিমেল বরকতের হার্ট অ্যাটাক হয়েছিল। গুরুতর অবস্থায় তাকে রাজধানীর ইব্রাহীম কার্ডিয়াক বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। পরে রবিবার ভোর সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুকালে হিমেল বরকতের বয়স হয়েছিল ৪২ বছর।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিন। এছাড়া protisomoy ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেলবাটন ক্লিক করে নতুন নতুন ভিডিও নিউজ পেতে অ্যাকটিভ থাকুন।
Last Updated on November 22, 2020 11:38 am by প্রতি সময়