কনকনে শীতের প্রকোপে জবুথবু হয়ে পড়া অসহায় মানুষের গায়ে শীতবস্ত্র জড়িয়ে তার মুখে হাসি ফোটানোর চেয়ে আনন্দের আর কী হতে পারে। এর মাধ্যমে প্রকাশ পায় মানুষের প্রতি আমাদের মমত্ব ও ভালোবাসার। কুমিল্লা মুরাদনগর আসনের নবনির্বাচিত এমপি জাহাঙ্গীর আলম সরকার দুই সহস্রাধিক দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণের মাধ্যমে তাদের পাশের দাঁড়িয়েছেন।
শনিবার দুপুরে মুরাদনগর উপজেলার কবি নজরুল মিলনায়তনে শীতবস্ত্র বিতরণ করেন এমপি জাহাঙ্গীর আলম সরকার।
এ সময় এমপি জাহাঙ্গীর আলম সরকার বলেন, নিম্নবিত্ত এবং সমাজে পিছিয়ে পড়া মানুষের জন্য শীতের এই সময়টা বেশ দুর্ভোগের।এসব অসহায়, দরিদ্র মানুষের কষ্টের কোনো শেষ থাকে না শীতকালে। তাই আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ অবস্থান থেকে তাদের কষ্ট লাঘবের জন্য শীতবস্ত্র দিয়ে তাদের পাশে দাঁড়ানোর মত সহায়তার চেষ্টা করা। তাহলে হয়তো এই শীতার্ত মানুষগুলোর শীতের কষ্ট কিছুটা কমে আসবে।
মুরাদনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোরের সভাপতিত্বে আওয়ামী লীগ নেতা মাসুকুল ইসলামের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুনুর রশিদ, মুক্তিযোদ্ধা ফেরদৌস খন্দকার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আহাম্মদ হোসেন আউয়াল, কেন্দ্রীয় যুবলীগ নেতা তরিকুল ইসলাম দিপু, উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক আতিকুর রহমান হেলাল, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য জাকারিয়া সরকার প্রমুখ।
Last Updated on January 13, 2024 6:21 pm by প্রতি সময়