
কুমিল্লার বুড়িচংয়ে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় এক মাদরাসা শিক্ষক মারা গেছেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার এলাকায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে ময়নামতি হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান।
নিহতের নাম মাওলানা নুরুল ইসলামের (৬৫)। তার বাড়ি জেলার সদর উপজেলার সৈয়দপুর গ্রামে। তিনি বুড়িচংয়ের কালাকচুয়া ফাজিল মাদরাসার এবতেদায়ি বিভাগের শিক্ষক ছিলেন।
নিহতের ছোট ভাই মনিরুল ইসলাম বলেন, আমার ভাই নিজের ক্ষেতের সবজি নিয়ে নিমসার বাজারে বিক্রি করতে যাচ্ছিলেন। পথে অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দেয়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
মাদ্রাসার অধ্যক্ষ হেলাল উদ্দিন হায়দার বলেন, চলতি বছরের ডিসেম্বরে নুরুল ইসলামের অবসরে যাওয়ার কথা ছিল। তার আগেই জীবন থেকে অবসরে চলে গেলেন।
ওসি আকুল বিশ্বাস বলেন মৃত ব্যক্তির পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রাথমিকভাবে গাড়িটি শনাক্ত করা যায়নি, তবে শনাক্তের চেষ্টা চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
Last Updated on August 18, 2022 5:34 pm by প্রতি সময়
এই ধরনের আরও খবর...