ছবি: জাতীয় চার নেতা স্মরণে নিমসার বাজার কার্যালয়ে বঙ্গবন্ধু পরিষদের নিরবতা পালন #
জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমনের ঘনিষ্ঠ সহচর ও মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারি জাতীয় চার নেতার হত্যকারি পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে মৃত্যুদন্ডাদেশ কার্যকরের দাবী জানিয়েছেন কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৩ নভেম্বর) শোকাবহ জেলহত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে নিমসার বাজার কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এ দাবী জানান।
বক্তারা আরও বলেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্টের খুনিচক্ররাই ওই বছরের ৩ নভেম্বর জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করে। ১৫ আগষ্টের পর ৩ নভেম্বরের এই ঘটনা ইতহাসের আরেক কলংকময় অধ্যায়।
প্রবীন আওয়ামী লীগ নেতা আলহাজ¦ মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মোকাম ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক বাবু অরুন কুমার পাল, বুড়িচং উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান ও বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা মোঃ গোলাম ফারুক, সাবেক ইউপি চেয়ারম্যান ও বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা মোঃ আবদুস সালাম, বঙ্গবন্ধু পরিষদের সদস্য সচিব হাজী সুলতান আহম্মেদ, বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা আবদুল হাকিম, মোঃ আবুল হারেজ বাবুল, মোঃ মোখলেছুর রহমান, মোঃ সামছুল হক ভূইয়া, এডভোকেট নূরুল ইসলাম, মোঃ মোজাফ্ফর আহম্মেদ, মোঃ ফজলুল হক খাঁন, মোঃ আবদুল হক মেম্বার, মোঃ কবির হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মোঃ শাহজাহান স্বপন ভূইয়া, মোকাম ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোঃ সাহেব আলী, মোকাম ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সমন্বয়কারী মোঃ রফিকুল ইসলাম ইসলাম।
মোকাম ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মাসুদ রানা ও ঢাকা বিশ্ববিদ্যালয় ‘বিজয় ৭১’ হলের সাবেক সহ-সভাপতি মোঃ বিল্লাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ হোসেন, মোঃ আবুল কালাম, অহিদুর রহমান, মোবারক হোসেন মেম্বার, ওহাব মেম্বার, মোশারফ হোসেন পুলিশ, আবদুল মালেক, মাসুদ খাঁন, ইস্রাফিল পিয়াস, মোঃ রুহুল আমিন প্রমুখ। আলোচনা শেষে জাতীয় চার নেতা ও জাতিরজনক বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের স্মরণে মিলাদ ও দোয় অনুষ্ঠিত হয়।
ছবি: বঙ্গবন্ধু চেতনা পরিষদের আলোচনা শেষে মিলাদ ও দোয়া #
এদিকে জেল হত্যা দিবস উপলক্ষে নিমাসর বঙ্গবন্ধু চেতনা পরিষদের উদ্যোগে সংগঠনের নিমসার বাজার কার্যালয়ে আলোচনা ও মিলাদ-দোয়া অনুষ্ঠিত হয়। মোকাম ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মোঃ হুমায়ন কবীরের সার্বিক আয়োজনে আলোচনা সভায় বক্তব্য রাখেন- আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, আবদুর রাজ্জাক, হাজী শাহআলম ও কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. শাহআলম। পরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিন। এছাড়া protisomoy news ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেলবাটন ক্লিক করে নতুন নতুন নিউজ পেতে অ্যাকটিভ থাকুন।
Last Updated on November 3, 2020 10:22 pm by প্রতি সময়