রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৩:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
স্কাউটিং সম্প্রসারণের স্বীকৃতিস্বরুপ রৌপ্য ইলিশ’ পদক পেলেন রুহুল আমিন দেবিদ্বারের নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মত বিনিময় গণহত্যা দিবস উপলক্ষে কুমিল্লায় আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লায় জেলের জালে ভয়ংকর সাকার মাছ কুমিল্লার মুরাদনগরে ৫৬ কেজি গাঁজা ও দেশিয় অস্ত্রসহ সাতজন গ্রেফতার কুমিল্লার বুড়িচংয়ে সমাজের সুবিধা বঞ্চিতরা পেলো মিথলমা সমাজ কল্যাণ ট্রাস্টের ইফতার সামগ্রী কুমিল্লার দাউদকান্দিতে তিশা বাসের চাপায় অটো রিকশার দুই যাত্রী নিহত ব্রাহ্মণপাড়ায় নানা আয়োজনের মধ্যদিয়ে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত কুমিল্লা পুলিশ লাইন্স মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত অনুশীলন ও অধ্যাবসায়ে গুরুত্ব দিয়ে জীবন গড়ে তুলতে হবে : দি অপটিমিষ্টস্ বাংলাদেশ’র মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তারা ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলো সুন্দরভাবে বাঁচার সাহস পাবে : আবুল হাসেম খান এমপি কুমিল্লার বুড়িচংয়ে ৯৯ পরিবার পেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর দাউদকান্দিতে ১৩০ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের ঘর মুন্সিগঞ্জে বেওয়ারিশ তালিকার লাশটি কুমিল্লার মুরাদনগরের প্রকৌশলী ইমতিয়াজের কুমিল্লার ছয় উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা প্রধানমন্ত্রীর মুরাদনগরে বিশ্ব পানি দিবসে আলোচনা ও র‍্যালী অনুষ্ঠিত আসুন রমজানে অসহায় মানুষের পাশে দাঁড়াই : মুরাদনগরে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন  মুরাদনগরে চতুর্থ দফায় ভূমিহীন ১১৫ পরিবার পাবে নতুন ঘর সাধারণ শিক্ষার পাশাপাশি মাদরাসা শিক্ষার গুরুত্ব অনেক : আবুল হাসেম খান এমপি দাউদকান্দিতে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে স্কুল ফিডিং প্রোগ্রাম অনুষ্ঠিত

নিমসারে বীর মুক্তিযোদ্ধার কন্ঠে যুদ্ধদিনের গল্প শুনল স্কুল শিক্ষার্থীরা

মো. জাকির হোসেন, স্টাফ রিপোর্টার-কুমিল্লা
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ১৫২ দেখা হয়েছে
# বীরের কন্ঠে বীর কাহিনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের যুদ্ধদিনের গল্প শোনান বীর মুক্তিযোদ্ধা মো. সামসুল হক মুন্সি।

নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস পৌঁছে দিতে এবং মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও চেতনা বাস্তবায়নের মধ্যদিয়ে আগামী প্রজন্মকে দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তুলতে ‘বীরের কন্ঠে বীর কাহিনী’ শীর্ষক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের গল্প শোনালেন একাত্তরের রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধা সামসুল হক মুন্সি।

বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে কুমিল্লা বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার উচ্চ বিদ্যালয়ে বীরের কন্ঠে বীর কাহিনীর আয়োজন করেন স্কুল কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থীদের সামনে যুদ্ধ দিনের গল্প শোনান বীর মুক্তিযোদ্ধা সামসুল হক মুন্সি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল হক।

বীর মুক্তিযোদ্ধা সামসুল হক মুন্সি বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ছিলো ১৯৭১ সালে সংঘটিত তৎকালীন পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের সশস্ত্র সংগ্রাম। যার মধ্যদিয়ে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে একটি স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। জতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের কালজয়ী ভাষণ বাঙালি জাতিকে পাকিস্তানি সামরিক জান্তার বিরুদ্ধে রুখে দাঁড়াবার প্রেরণা যুগিয়েছিল। ১৯৭১ সালের ২৫ মার্চ অন্ধকার রাতে পশ্চিম পাকিস্তানি সেনারা পূর্ব পাকিস্তানে বাঙালি নিধন শুরু করলে মুক্তিযুদ্ধ তথা স্বাধীনতা যুদ্ধের প্রকৃত রূপ ফুটে উঠে। ওই রাতে জাতিরজনককে গ্রেফতার করা হয়। এ খবরে বাংলার মুক্তিকামি মানুষ আর চুপ করে ঘরে বসে থাকতে পারেনি। আমরা জীবন বাজি রেখে যুদ্ধ নেমেছি। দেশমাতৃকার প্রয়োজনে যুদ্ধ করেছি। দীর্ঘ নয়মাস যুদ্ধ করে স্বাধীনতা পেয়েছি। আমাদের অনেক সহযোদ্ধা শহীদ হয়েছেন, কেউ পঙ্গুত্ব রবণ করেছে। আমাদের অনেনের মা, বোন, স্ত্রী সম্ভ্রম হারিয়েছে, অনেকেই পাক সেনাদের হাতে নির্মমভাবে শহীদ হয়েছে। আমাদের অনেক মা, বোন মুক্তিযোদ্ধাদের সাহায্য করতে গিয়ে পাকিস্তানিদের নিপীড়নের শিকার হয়েছিলেন। এভাবেই আমাদের স্বাধীনতা অর্জন হয়েছে। আজকে তা রক্ষার দায়িত্ব নতুন প্রজন্মকে নিতে হবে।

অনুুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মো. আবদুল হক বলেন, স্বাধীনতা দিবস ও জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ে বীরের কন্ঠে বীরকাহিনী অনুষ্ঠানের আয়োজন করেছি। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা সামসুল হক মুন্সি মহান স্বাধীনতাযুদ্ধের গল্প শোনালেন। কিভাবে দেশ স্বাধীন হয়েছে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার মধ্যদিয়ে আজকের শিক্ষার্থীরা সত্যের আলোয় আগামীর পথচলাকে শানিত করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মকবুল হোসেন, সানাউল্লাহ সরকার, মোতালেব হোসেন, শিহাব উদ্দিন, মাহমুদুল হক ভূঁইয়া,আনোয়ার হোসেন, আলী হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

Last Updated on March 25, 2021 7:10 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102