শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার সাত ইউএনও-ওসির রদবদল জীবনের প্রতিটি ক্ষেত্রেই তথ্যের আবশ্যকতা রয়েছে : বাউবি কুমিল্লা অঞ্চলের পরিচালক হিমেল-তৌসিফের নেতৃত্বে কুবি আইটি সোসাইটি কুমিল্লা এলজিইডিতে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সভা অনুষ্ঠিত আজ ঐতিহাসিক ৮ ডিসেম্বর, কুমিল্লা মুক্ত দিবস পেশাগত স্বচ্ছতাই পারে সমাজে সত্য ও সুন্দর প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখতে : কুমিল্লা প্রেসক্লাব সভাপতি কুমিল্লা শিক্ষা বোর্ডে মহান বিজয়ের মাস জুড়ে কর্মসূচির উদ্বোধন কুমিল্লা নগরীর উনাইসারে বাসে আগুন দেবিদ্বার আসনের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদকে হুমকি : স্বেচ্ছাসেবকলীগ নেতাকে নির্বাচনি অনুসন্ধান কমিটির নোটিশ ব্রাহ্মণপাড়ায় বাল্য বিয়ে থেকে রক্ষা পেল সপ্তম শ্রেণীর ছাত্রী কুবিতে ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ফিন্যান্স ও বাংলা বিভাগ দলবদল ডিগবাজি নয়, সাংবিধানিক অধিকার : ব্যারিস্টার শাহজাহান ওমর মুরাদনগরে পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে সেবা প্রত্যাশি ও গ্রাহকদের নানা অভিযোগ কুমিল্লার ১১টি আসনে নির্বাচনি নির্বাচনপূর্ব অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণে অনুসন্ধান কমিটি জীবনধারার পরিবর্তনই নিজের ও পরিবারের সবার হার্টকে সুস্থ রাখবে : ডা. তৃপ্তীশ কুমিল্লার ১১টি আসনে ৫৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা কুমিল্লার ৫টি সংসদীয় আসনে ২৯ জনের মনোনয়ন বৈধ, বাতিল ও স্থগিতের তালিকায় হেভিওয়েট ৯ স্বতন্ত্র প্রার্থী দাউদকান্দি-তিতাস এলাকায় মেরিন ফিশারী একাডেমি প্রতিষ্ঠা করা হবে : ইঞ্জিনিয়ার সবুর ভূমিকম্পে কুবির আবাসিক হলের দেয়ালে ফাটল মনোনয়ন বাতিলের ষড়যন্ত্র চলছে, সংবাদ সম্মেলনে কুমিল্লা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী টিটুর অভিযোগ

নিমসারে বীর মুক্তিযোদ্ধার কন্ঠে যুদ্ধদিনের গল্প শুনল স্কুল শিক্ষার্থীরা

মো. জাকির হোসেন, স্টাফ রিপোর্টার-কুমিল্লা
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ১৭৫ দেখা হয়েছে
# বীরের কন্ঠে বীর কাহিনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের যুদ্ধদিনের গল্প শোনান বীর মুক্তিযোদ্ধা মো. সামসুল হক মুন্সি।

নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস পৌঁছে দিতে এবং মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও চেতনা বাস্তবায়নের মধ্যদিয়ে আগামী প্রজন্মকে দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তুলতে ‘বীরের কন্ঠে বীর কাহিনী’ শীর্ষক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের গল্প শোনালেন একাত্তরের রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধা সামসুল হক মুন্সি।

বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে কুমিল্লা বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার উচ্চ বিদ্যালয়ে বীরের কন্ঠে বীর কাহিনীর আয়োজন করেন স্কুল কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থীদের সামনে যুদ্ধ দিনের গল্প শোনান বীর মুক্তিযোদ্ধা সামসুল হক মুন্সি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল হক।

বীর মুক্তিযোদ্ধা সামসুল হক মুন্সি বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ছিলো ১৯৭১ সালে সংঘটিত তৎকালীন পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের সশস্ত্র সংগ্রাম। যার মধ্যদিয়ে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে একটি স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। জতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের কালজয়ী ভাষণ বাঙালি জাতিকে পাকিস্তানি সামরিক জান্তার বিরুদ্ধে রুখে দাঁড়াবার প্রেরণা যুগিয়েছিল। ১৯৭১ সালের ২৫ মার্চ অন্ধকার রাতে পশ্চিম পাকিস্তানি সেনারা পূর্ব পাকিস্তানে বাঙালি নিধন শুরু করলে মুক্তিযুদ্ধ তথা স্বাধীনতা যুদ্ধের প্রকৃত রূপ ফুটে উঠে। ওই রাতে জাতিরজনককে গ্রেফতার করা হয়। এ খবরে বাংলার মুক্তিকামি মানুষ আর চুপ করে ঘরে বসে থাকতে পারেনি। আমরা জীবন বাজি রেখে যুদ্ধ নেমেছি। দেশমাতৃকার প্রয়োজনে যুদ্ধ করেছি। দীর্ঘ নয়মাস যুদ্ধ করে স্বাধীনতা পেয়েছি। আমাদের অনেক সহযোদ্ধা শহীদ হয়েছেন, কেউ পঙ্গুত্ব রবণ করেছে। আমাদের অনেনের মা, বোন, স্ত্রী সম্ভ্রম হারিয়েছে, অনেকেই পাক সেনাদের হাতে নির্মমভাবে শহীদ হয়েছে। আমাদের অনেক মা, বোন মুক্তিযোদ্ধাদের সাহায্য করতে গিয়ে পাকিস্তানিদের নিপীড়নের শিকার হয়েছিলেন। এভাবেই আমাদের স্বাধীনতা অর্জন হয়েছে। আজকে তা রক্ষার দায়িত্ব নতুন প্রজন্মকে নিতে হবে।

অনুুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মো. আবদুল হক বলেন, স্বাধীনতা দিবস ও জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ে বীরের কন্ঠে বীরকাহিনী অনুষ্ঠানের আয়োজন করেছি। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা সামসুল হক মুন্সি মহান স্বাধীনতাযুদ্ধের গল্প শোনালেন। কিভাবে দেশ স্বাধীন হয়েছে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার মধ্যদিয়ে আজকের শিক্ষার্থীরা সত্যের আলোয় আগামীর পথচলাকে শানিত করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মকবুল হোসেন, সানাউল্লাহ সরকার, মোতালেব হোসেন, শিহাব উদ্দিন, মাহমুদুল হক ভূঁইয়া,আনোয়ার হোসেন, আলী হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

Last Updated on March 25, 2021 7:10 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102