ঢাকা চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে লংভেহিকেলের চাপায় মতি নাহা (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন।
সোমবার (৬ সেপ্টেম্বর) বিকাল তিনটায় কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সোমবার বিকাল তিনটায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায়, সড়ক পারাপার হচ্ছিলেন পথচারী মতি নাহা। এসময় দ্রুতগতির একটি লংভেহিকেল ঢাকা মুখি সড়কে ওই পথচারীকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মারা যান ওই পথচারী।
খবর পেয়ে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহত মতি নাহা কুমিল্লার দেবিদ্বার উপজেলার বিহাড়মন্ডল গ্রামের বাসিন্দা।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on September 6, 2021 7:27 pm by প্রতি সময়