রমজানে পণ্যের দাম ও সরবরাহ স্বাভাবিক রাখতে কুমিল্লার বুড়িচং উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন নিমসারে কুমিল্লার সর্ববৃহৎ সবজি বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১২ মার্চ) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় নিমসার বাজারে নানা অনিয়ম ও ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এছাড়াও অন্য ব্যবসায়িদের সতর্ক করা হয়।
এছাড়া রমজান মাসকে সামনে রেখে চাহিদা সম্পন্ন পণ্য বিক্রিতে বাধ্যতামূলকভাবে ভাউচার সংগ্রহ ও প্রদান নিশ্চিত করতে ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর একে আজাদ ও জেলা পুলিশের একটি টিম।
Last Updated on March 12, 2024 7:00 pm by প্রতি সময়