কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে নিরাপদ অভিবাসন বিষয়ক কর্মশালায় বক্তারা বলেছেন,নিরাপদ অভিবাসন গড়ে তুলতে সকলকে সচেতন হতে হবে। সচেতন না হওয়ার কারণে অবৈধভাবে বিভিন্ন দেশে গমনাগমণের পর অনেকেই দালালের খপ্পরে পড়ে বিপদ ডেকে আনেন। বর্তমান সরকার অভিবাসীদের মর্যাদা রক্ষায় এবং অবৈধ অভিবাসন বন্ধে কাজ করে যাচ্ছে। বিভিন্ন দেশের এনজিও নিরাপদ অভিবাসনের ক্ষেত্রে যথাসাধ্র সহযোগিতা দিয়ে থাকে। বাংলাদেশ থেকে অবৈধভাবে যাতে কোন কর্মী বিদেশ গমন করতে না পারে এজন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোও সতর্কতা অবলম্বন করে আসছে। অভিবাসীরা যাতে বিদেশে কোনরকম হয়রানীর শিকার না হয় এজন্য সংশ্লিষ্ট দেশের দুতাবাসগুলোও নিরলস কাজ করছে।
রবিবার (২৯ নভেম্বর) সকালে ইন্টারন্যাশনাল কান্ট্রি মাইগ্রেশন পলিসির (আইসিএমপিডি) উদ্যোগে কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সার্বিক সহায়তায় এ কর্মশালার উদ্বোধন করেন কুমিল্লা উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া আফরিন ।
জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশিদের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল কান্ট্রি মাইগ্রেশন পলিসির (আইসিএমপিডি) প্রজেক্ট ম্যানেজার গুলডা মাইরা রোমা, কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অধিদপ্তরের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ। উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল কান্ট্রি মাইগ্রেশন পলিসির (আইসিএমপিডি) প্রোগ্রাম অফিসার রোমান মাখোকা, কান্ট্রি কো-অর্ডিনেটর ইকরাম হোসেন প্রমুখ।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিন। এছাড়া protisomoy ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেলবাটন ক্লিক করে নতুন নতুন ভিডিও নিউজ পেতে অ্যাকটিভ থাকুন।
Last Updated on November 29, 2020 7:28 pm by প্রতি সময়