মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বুড়িচংয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু মুরাদনগরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সঙ্কটে পাঠদান চলছে খোলা জায়গায় দ্বীনি শিক্ষা বিস্তারে ইতিহাস ও ঐতিহ্যের সোনালি স্মারক কাগতিয়া কামিল এম.এ. মাদরাসা হোটেল ডায়নার ওয়েটার তফাজ্জল দুই বার বিসিএসে উত্তীর্ণ কন্যার গর্বিত পিতা ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে বাংলাদেশের গণমাধ্যমকে সচেতন ভূমিকা রাখার আহ্বান হাসনাতের চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের সাড়ে ৬ লক্ষাধিক টাকার মৃত্যু দাবির চেক পেলেন নমিনী দেলোয়ার ও নাজমুলের নেতৃত্বে কুমিল্লা দক্ষিণ জেলা যুব অধিকার পরিষদ কৃষি উদ্যানে কৃষিশিক্ষার ব্যবহারিক ক্লাস করলো কুমিল্লা আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ভারতে বসে ষড়যন্ত্র করে লাভ নেই : কুমিল্লার সম্মেলনে আমিরে জামায়াত এক ময়লার ভাগাড়ে ‘নরক যন্ত্রণায়’ দশ গ্রামের মানুষ * রিসাইক্লিং ব্যবস্থা না থাকায় দূষিত হচ্ছে পরিবেশ * সুখবর নেই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের প্রকৃত গণমাধ্যম কর্মীরাই পারে একটি বৈষম্যহীন কল্যাণকর রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে সার্কের আলোকে এই উপমহাদেশের রাজনীতি চলবে: বরকত উল্লাহ বুলু স্বৈরাচারী হাসিনা মিথ্যা অজুহাত দিয়ে জামায়াতের নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে কুমিল্লার মেঘনায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ৫ জন গ্রেফতার স্বৈরাচারী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশকে অঙ্গরাজ্য করার স্বপ্ন দেখেছিল ভারত : বিএনপি নেতা হাজী ইয়াছিনন কুবি’র গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থীর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ছাত্র আন্দোলনে গুলিবর্ষণকারী সাফিন গ্রেফতার কুমিল্লার অরক্ষিত রেলক্রসিংগুলো যেন মরণফাঁদ কুমিল্লা নামেই বিভাগ হবে : উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লা সদর দক্ষিণে ডাকাতির প্রস্তুতি, তিনজন গ্রেফতার

নির্ভরতার প্রতীক ঘোড়ায় ভোট দিয়ে নাগরিক অধিকার সুরক্ষিত রাখুন : ইশতেহার ঘোষণায় কায়সার

সাদিক মামুন
  • আপডেট টাইম রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ৭৬ দেখা হয়েছে

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র পদে উপনির্বাচনে ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। রবিবার (৩ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে কুমিল্লা নগরের ধর্মসাগরপাড়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন উর রশিদ ইয়াছিনের রাজনৈতিক কার্যালয় প্রাঙ্গণে তিনি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

মেয়র নির্বাচিত হলে নিরাপদ ও সম্প্রীতির কুমিল্লা উপহার দেওয়ার ঘোষণা দিয়ে নিজাম উদ্দিন কায়সার তাঁর কর্ম পরিকল্পনার বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেন। ইশতেহারে তিনি নিরাপদ ও সম্প্রীতির কুমিল্লা গড়া, জলাবদ্ধতা ও যানজট নিরসন, নৈতিক শক্তির পুনরুদ্ধার, তথ্য প্রযুক্তি ও ফ্রিল্যান্সিং, স্বাস্থ্য সেবা, ক্রীড়া-সংস্কৃতি, খাদ্য ও নগর কৃষি, পয়:নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা এবং সুশিক্ষাসহ ১২টি প্রতিশ্রুতির কথা উল্লেখ করেছেন।

 

ইশতেহারে তিনি বলেন, কুমিল্লা শহরের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি যানজট ও জলাবদ্ধাতা। এই দুটি ভোগান্তি নিরসনে বহুমুখি প্রকল্প গ্রহণ করা হবে। কুমিল্লা সিটি করপোরেশনের বাজারগুলোকে বর্তমানে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করে আধুনিকভাবে গড়ে তোলা হবে। পরিকল্পিত আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। শ্রমজীবী মানুষের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ, বিপুলসংখ্যক ধর্মীয় উপাসনালয়, কবরস্থান, শ্মশান, কমিউনিটি সেন্টার নির্মাণ এবং সামাজিক উন্নয়ন ও বন্ধন দৃঢ় করতে ধর্মীয় নেতাদের নিয়ে নিয়মিত বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে। প্রতিবন্ধী, শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা, বয়স্ক, অসহায় নাগরিকদের জন্য ডিসকাউন্ট ও বিশেষ সেবা সংবলিত সিটি কার্ড প্রবর্তন করা হবে।
এছাড়াও দুর্নীতি, কিশোর গ্যাং, মাদকসহ সামাজিক ব্যাধি নির্মূল ও নৈতিক শক্তির পুনরুদ্ধার, ২৪ ঘণ্টা অনলাইনে স্বাস্থ্যসেবা, শিক্ষা, পর্যটন ও বিনোদনকেন্দ্র স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন ইশতেহারে।

 

নিজাম উদ্দিন কায়সার বলেন, প্রতিটি শহর নির্মাণের পেছনে একটি দর্শন থাকে বা থাকা জরুরি, যার ওপর ভিত্তি করে গড়ে ওঠে নাগরিক সংস্কৃতি, মূল্যবোধ, মানবিকতা, জীবনাচরণ, উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ। যা বিগত সময়ে কুমিল্লা সিটি করপোরেশনের উন্নয়নের ক্ষেত্রে খুব বেশি দৃষ্টি দেওয়া হয়নি। ত্রুটি নিয়েই আদর্শ সদর এবং সদর দক্ষিণের সমন্বয়ে যে নগর গড়ে তোলার পরিকল্পনা হয়েছে তাতে হয়েছে চরম বৈষম্য। পরিকল্পনায় থাকলেও সীমানা বাড়েনি। তাই আমি মেয়র নির্বাচিত হলে আধুনিক কুমিল্লা সিটি করপোরেশন গড়তে আমার প্রথম বিবেচনার বিষয় হলো গরিব-ধনী সকলের জন্য মানবিক এক নতুন কুমিল্লা, যেখানে নাগরিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে সবকিছুর উপরে এবং মানুষের অধিকার থাকবে সুরক্ষিত।

 

ইশতেহার ঘোষণার সময় কায়সার বলেন, যদি আমরা সবাই উদ্যোগী হই, দৃষ্টিভঙ্গি প্রসারিত করি, ইতিবাচক মনোভাব নিয়ে নগর বিনির্মাণে অংশগ্রহণ করি তাহলে কুমিল্লায় হবে বহু দৃশ্যমান পরিবর্তন। যার নেতৃত্বে থাকবে জনগণ। কিন্তু বিগত সময়ে কুমিল্লা সিটির উন্নয়ন তো হয়নি, বরং স্বল্প কিংবা দীর্ঘ মেয়াদী কোন পরিকল্পা মতো কাজ হয়নি। কেবল ভাংচুর আর একই কাজ বার বার করার নামে দুর্নীতি ও লুটপাট করা হয়েছে। সিটি করপোরেশনের দুর্নীতির বিষয়টি এখন প্রকাশ্যে আলোচনা চলছে। এখানে এক অজানা ভয়ে কেউ যেন সত্য ও সঠিক কথা বলতে পারছে না।

 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কায়সার বলেন, এবারের উপনির্বাচনে সময় এসেছে নগরবাসী ও প্রিয় ভোটারদের সত্যের পক্ষে থাকার। আর তাই নির্ভরতার প্রতীক ঘোড়ায় ভোট দিয়ে নাগরিক অধিকার সুরক্ষিত রাখার সুযোগ এসেছে। নগরবাসীর রায়ের মাধ্যমে আমি পরিবর্তনের ধারায় নিরাপদ ও সম্প্রীতির কুমিল্লা গড়ে তুলতে চাই।

কুমিল্লা সিটির উপনির্বাচনে এই প্রথম ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সার আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। আগামী ৯ মার্চ ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Last Updated on March 3, 2024 7:07 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102