বস্তুনিষ্ঠ খবর প্রকাশের মাধ্যমে পাঠককে সবসময় সচেতন রাখার প্রয়াসে প্রকাশনা অব্যাহত রেখে ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে দৈনিক আজকের জীবন।
বুধবার (১ নভেম্বর) সকালে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেককাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন দৈনিক ইত্তেফাকের কুমিল্লা প্রতিনিধি ও কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি মোঃ লুৎফুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মাহবুবুর রহমান।
কুমিল্লা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক আজকের জীবন পত্রিকার জেলা প্রতিনিধি নেকবর হোসেন।
বক্তব্য রাখেন, কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইয়্যেদ মাহমুদ পারভেজ, জনকন্ঠের প্রতিনিধি মীর শাহ আলম, ইনকিলাব কুমিল্লার স্টাফ রিপোর্টার সাদিক মামুন, দৈনিক কুমিল্লার আলো পত্রিকার সম্পাদক জসিম উদ্দিন কনক, দৈনিক শিরোনামের স্টাফ রিপোর্টার মোতাহের হোসেন মাহবুব, সময় টিভির বাহার রায়হান, আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, কালেরকন্ঠের কুমিল্লা প্রতিনিধি আবদুর রহমান, কুমিল্লা নিউজের সম্পাদক জহিরুল হক বাবু, পেশাজীবী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক একুশে সংবাদ পত্রিকার প্রতিনিধি জুয়েল রানা।
অনুষ্ঠান উপস্থাপনা করেন কুমিল্লা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও সিটিভি নিউজ এর সম্পাদক ওমর ফারুকী তাপস।
অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরাআন থেকে তেলোয়াত করেন সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মনির হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আদর্শিক অবস্থান থেকেই দৈনিক আজকের জীবন সংবাদ প্রকাশ করে যাচ্ছে।দুই যুগের সংগ্রামী পথ চলায় দৈনিক আজকের জীবন কখনো অন্যায়ের সাথে আপোষ করেনি। নির্ভীক সাংবাদিকতার আদর্শ থেকে কখনো বিচ্যুত হয়নি। কুমিল্লায় দৈনিক আজকের জীবনের প্রতিনিধি হিসেবে নেকবর হোসেন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মধ্য দিয়ে তৃণমূল সাংবাদিকতাকে সমৃদ্ধ করেছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডেইলি স্টারের কুমিল্লা প্রতিনিধি খালিদ বিন নজরুল, দৈনিক সুর্যদয়ের ব্যুরো চিফ তাপস চন্দ্র সরকার, ফটো সাংবাদিক এন কে রিপন, দৈনিক নতুন কাগজের জেলা প্রতিনিধি ও চেতনায় একাত্তর নিউজের সম্পাদক মাইনুল হক স্বপন, দৈনিক ডাক প্রতিধিনের বার্তা সম্পাদক নুরুল ইসলাম, সাংবাদিক অমিত মজুমদার, দেশ টিভির কুমিল্লা প্রতিনিধি সুমন কবীর ভূইয়া, এসএ টিভির কুমিল্লা প্রতিনিধি রফিকুল ইসলাম, আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান, সংবাদ বিচিত্রার প্রতিনিধি প্রদিপ মজুমদার, দৈনিক আমাদের কন্ঠের কুমিল্লা প্রতিনিধি ফেরদৌস মিঠু, দৈনিক আজকের কুমিল্লার সিনিয়র রিপোর্টার বিএম মহিউদ্দিন মন্টি, সাংবাদিক নজরুল ইসলাম, দৈনিক আজকের কুমিল্লার স্টাফ রিপোর্টার শাহ ইমরান, আজকের দর্পনের প্রতিনিধি রবিউল বাশার, দৈনিক পূর্বাশার প্রতিনিধি মো: আলাউদ্দিন, সাংবাদিক সোহিবুল ইসলাম সোহাগ, দৈনিক প্রতিদিনের কাগজের জেলা প্রতিনিধি মো: রুবেল, দৈনিক পূর্বাশার স্টাফ রিপোর্টার সালাউদ্দিন সোহেল, সাংবাদিক রাজিব সাহা, ফটো সাংবাদিক মোঃ শাফি, দৈনিক আজকের কুমিল্লার উজ্জল, সাংবাদিক আয়েশা আক্তার, দৈনিক মাতৃভূমির প্রতিনিধি মাহ্ফুজ আনোয়ার সৌরভ, সাংবাদিক ফেরদৌস আলম মিঠু, সাংবাদিক নারায়ন কুন্ড, সাংবাদিক শাহিন আলম, ফটো সাংবাদিক মোতালেব হোসেন, দৈনিক ভোরের কলামের হাবিবুর রহমান মুন্না, কুমিল্লার আলোর স্টাফ রিপোর্টার নুরুল হক রনি, আজকের জীবনের মহানগর প্রতিনিধি মজিবুর রহমান চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক আনোয়ার হোসেন, কুমিল্লা প্রতিদিনের সম্পাদক ইকরাম হোসেন, বেঙ্গল টাইমসের প্রতিনিধি আলমগীর হোসেন প্রমুখ।
Last Updated on November 1, 2023 10:05 pm by প্রতি সময়