ছবি: সওজ’র কুমিল্লা জোনের উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভায় যুক্ত হয়ে কথা বলেন ওবায়দুল কাদের#
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সড়ক ও জনপথ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন, নিষেধ করার পরও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে আবর্জনা, ব্যানার-পোষ্টার কেন থাকবে ?
মঙ্গলবার (২৫ আগস্ট) সড়ক ও জনপথ অধিদফতরের কুমিল্লা জোনের উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত বিষয়ে কথা বলতে গিয়েে এমন মনোভাব প্রকাশ করে এসব অপসারণের নির্দেশ দেন ওবায়দুল কাদের। তিনি তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংশ্লিষ্ট জোনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় যুক্ত হন।
মন্ত্রী ওবায়দুল কাদের সড়ক ও জনপথ অধিদফতরের কুমিল্লা জোনের উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত বিষয়ে কথা বলতে গিয়ে সংশ্লিষ্ট জোনের কর্মকর্তাদের কাছে জানতে চান, নিষেধ করার পরও কেন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ময়লা আবর্জনা রয়েছে ? সেই সাথে মহাসড়কের পাশে কেন পোস্টার-ব্যানার থাকবে তাও জানতে চান মন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, মহাসড়কের আশপাশে কোন ময়লা আবর্জনা থাকবে না। আর এসব পোষ্টার ব্যানার যারই হউক তা সরিয়ে ফেলতে হবে। তিনি বলেন, পরিবহনে মাস্ক পরিধান শতভাগ বাধ্যতামূলকসহ দাঁড়িয়ে যাত্রী নেয়া যাবে না। যাত্রীদের সিটে বসে ভ্রমণ করতে হবে।
কুমিল্লা জোনের অতিরিক্ত প্রকৌশলীসহ ৬টি জেলার নির্বাহী প্রকৌশলীগন এ ভিডিও কনফারেন্সে অংশ নেন।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on August 25, 2020 2:12 pm by প্রতি সময়