কুমিল্লা সদর উপজেলার ইটাল্লা গ্রামের বাসিন্দা ও পাঁচথুবী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের স্ত্রী ও পরিবারের চার সদস্য বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিকের সঙ্গে তার অফিস কক্ষে সাক্ষাত করেছেন।
সোমবার রাতে নিহত যুবদল নেতা তৌহিদুল ইসলামের স্ত্রী ইয়াসমিন নাহার, বড় ভাই আবুল কালাম আজাদ টিপু, বড় বোনের মেয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক মাহবুবা উদ্দিন, ভগ্নিপতি খান-ই-আলম ও তার মেয়ে সানজিদা আক্তার সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জিওসির সঙ্গে যৌথ বাহিনীর হেফাজতে মৃত্যুর বিষয়টি নিয়ে সাক্ষাত করেন।
এ সময় তৌহিদুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেন জিওসি। ঘটনাটির বিষয়ে নিহতের পরিবারকে আশ্বস্ত করে জিওসি বলেন, এ ঘটনার বিষয়ে ইতিমধ্যেই তদন্ত আদালতের কার্যক্রম চলমান রয়েছে এবং দোষীসাব্যস্তদের দ্রুত বিচারের আওতায় আনা হবে।
জিওসি আরো বলেন, নিহত তৌহিদের পরিবার ও সন্তানদের ভবিষ্যৎ নিরাপত্তার বিষয়ে সেনাবাহিনী সব সময় পাশে থাকবে এবং সকল প্রকার সহযোগিতা করবে।
সাক্ষাতে আসা তৌহিদুল ইসলামের স্ত্রী ও পরিবারের সদস্যরা জিওসির কাছে প্রতারণার মাধ্যমে যারা সেনা ক্যাম্পে মিথ্যা অভিযোগ দিয়েছে তাদেরকেও বিচারের আওতায় আনার দাবী জানান।
এদিকে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে তৌহিদের মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে একটি মামলা দায়ের করার সকল প্রস্তুতি নিয়েছেন বলে জানানো হয়।
Last Updated on February 4, 2025 1:49 pm by প্রতি সময়