সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মুরাদনগর উপজেলা মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ডাকাতদলের সদস্য আটক : লুন্ঠিত স্বর্ণসহ পিস্তলের গুলি, ম্যাগজিন দেশীয় অস্ত্র উদ্ধার  আওয়ার লেডি অব ফাতিমা গার্লস হাইস্কুলের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী কুমিল্লায় ছাত্র-জনতার গণধোলাইয়ের পর স্বেচ্ছাসেবকলীগ নেতাকে পুলিশে সোপর্দ  চৌদ্দগ্রামে বাসে পেট্রল বোমা মামলায় সাবেক কাউন্সিলর গ্রেফতার কুবিতে খুলনা বিভাগীয় ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি সুমন সম্পাদক তুষার কুমিল্লা পাবলিক স্কুল এন্ড কলেজ : বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন প্রথম আলো কুমিল্লা বন্ধুসভার ভাষা প্রতিযোগিতার পুরস্কার বিতরন মুরাদনগরে অবৈধ ইটভাটায় অভিযান : লাখ টাকা জরিমানা, চিমনি ধবংস কুমিল্লায় শেখ মুজিবের ম্যুরালের অস্তিত্ব মাটিতে মিশিয়েছে ছাত্র-জনতা অনির্বাচিত সরকার কখনোই জনগণের সরকার না : ডা. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের কুমিল্লায় চাচার টেঁটার আঘাতে ভাতিজিবিদ্ধ যুবদল নেতা তৌহিদের মৃত্যুর ঘটনায় ৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা চৌদ্দগ্রামে হামলার পর চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু দাউদকান্দিতে ১৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন আটক পরকীয়ায় প্রাণ গেলো প্রেমিকের, প্রেমিকা আটক বাংলাদেশ প্রাইভেট মাদরাসা ওয়েলফেয়ার এসোসিয়েশনের কেন্দ্রিয় কমিটি ঘোষণা নিহত তৌহিদের পরিবার সাক্ষাত করলেন জিওসি’র সঙ্গে চার সন্তানের ভবিষ্যৎ নিয়ে দিশেহারা তৌহিদের স্ত্রী অলি আওলিয়ার এদেশে মাজার-খানকাহ রক্ষা করতে হবে : শাহসূফি মো. আলমগীর খান আল-মাইজভান্ডারী

নোবিপ্রবিতে অটোমেটেড আইডি কার্ড সফটওয়্যার উদ্বোধন

রবিন হাসান, নোবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৩ দেখা হয়েছে

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) (NSTU ID Card Express) অটোমেটেড আইডি কার্ড জেনারেশন সফটওয়্যার উদ্বোধন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম। বিশেষ অতিথি ছিলেন নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী এবং কোষাধ্যক্ষ ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর।

 

উদ্বোধনী অনুষ্ঠানে নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক দিদার-উল-আলম বলেন, যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারলে আমরা অল্প সময়ে অনেক বেশি কাজ করতে পারবো। তিনি এধরণের উদ্ভাবন যাতে চলমান থাকে সেজন্য গবেষকদের প্রতি আহবান জানান পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন।সাইবার সেন্টার সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও ধন্যবাদ জানান ।

 

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল বাকি বলেন,বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কর্তৃক উদ্ভাবনকৃত প্রযুক্তি যখন আমাদের কাজকে সহজ করে সেগুলো আমাদের গর্বিত করে। এধরণের কাজ নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের এবং এধরণের উদ্ভাবন সারাদেশে নোবিপ্রবি ক্যাম্পাসের জন্য ইমেজ বৃদ্ধির কারণ হবে।

 

বিশেষ অতিথির বক্তব্যে ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার যে প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন তার সাথে তাল মিলিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও বিভিন্নভাবে ডিজিটাল যুগে পদার্পণ করছে।পাশাপাশি তিনি CSTE, ICE ডিপার্টমেন্ট ও IIT ইনস্টিটিউটকে ডিজিটালইজেশনের জন্য বিভিন্ন সেক্টরে কাজ করার আহ্বান জানায়।এ কাজের সাথে যুক্ত সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করেন তিনি।

 

এসময় আরও উপস্থিত ছিলেন, নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ড বিপ্লব মল্লিক এবং সাধারণ সম্পাদক ও আইআইএস পরিচালক অধ্যাপক ড. মোঃ আনিসুজ্জামান রিমন,সম্মানিত ডিনবৃন্দ, নোবিপ্রবি সাইবার সেন্টারের পরিচালক (ভারপ্রাপ্ত) এ আর এম মাহমুদুল হাসান রানা, নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মেজবাহ উদ্দিন পলাশ এবং সাধারণ সম্পাদক ইবনে ওয়াজেদ ইসলাম ইমন এবং আইসিটি সেলের সিস্টেম এনালিস্ট, প্রোগ্রামার ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ প্রমুখ।

 

উল্লেখ্য, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের আইডি কার্ড প্রদানের প্রক্রিয়াটি অদ্যাবধি ম্যানুয়েল পদ্ধতিতে সম্পাদন করা হয়। এ পদ্ধতিতে শিক্ষার্থীদের আইডি কার্ড প্রদানে প্রথম সেমিস্টার শুরু হওয়ার পর প্রায় এক সেমিস্টার সময়ের প্রয়োজন হয় বিধায় অতিসম্প্রতি এ আর এম মাহমুদুল হাসান রানা, পরিচালক (ভারপ্রাপ্ত), সাইবার সেন্টার এর সার্বিক দিক নির্দেশনায় একটি অটোমেটেড আইডি কার্ড জেনারেশন সফটওয়্যার তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়। এই সফটওয়্যারটি প্রস্তুতকরণের ক্ষেত্রে রনক ভৌমিক, প্রোগ্রামার, সাইবার সেন্টার ডেভেলপার ও মোঃ ইফতেখারুল আলম ইফাত, সহকারী অধ্যাপক, আইআইটি এবং সহকারী পরিচালক, সাইবার সেন্টার, সার্বিক তথ্যগত সহায়তা প্রদান করে । এ সফটওয়্যার ব্যবহার করে দ্রুততম সময়ের মধ্যে আইডি কার্ড প্রস্তুত করা সম্ভব হবে। প্রকল্পটি নোবিপ্রবি অটোমেশন সিস্টেমের একটি অংশ ।

Last Updated on February 8, 2024 3:50 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102