নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ভাষা-পদযাত্রা এবং ভাষা-বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ১ফেব্রুয়ারি ) ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এ আয়োজন করেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ।
এদিন সকালে ভাষা পদযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন, মেডিকেল সেন্টার ও লাইব্রেরি ভবন পদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়।
এরপর দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে ভাষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন নোবিপ্রবির বাংলা বিভাগের চেয়ারম্যান এবং সামাজিক ও মানবিক অনুষদের ডিন ড.চন্দন আনোয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাখাওয়াৎ আনসারী, নোবিপ্রবি নীল দলের সভাপতি ড.মাসুদ রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাইমিনুল ইসলাম সেলিম, নোবিপ্রবির বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর সাহানা রহমান সহ বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
অধ্যাপক ড. সাখাওয়াৎ আনসারী মহান ভাষা আন্দোলনের সকল শহীদ এবং ভাষা সৈনিকের অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলন বিশ্বের প্রতিটি মানুষকে তাদের মাতৃভাষায় কথা বলার অধিকার স্মরণ করিয়ে দেয়।আমরা যারা ভাষার পথে হাটি না, তাদের উচিত ভাষার পথে হাটা।
অধ্যাপক ড. চন্দন আনোয়ার বলেন, আমরা চর্যাপদের সময় থেকে ভাষার জন্য সংগ্রাম করে আসছি তাই ভাষা মর্যাদা রক্ষায় সবসময় সচেতন থাকতে হবে।
Last Updated on February 1, 2024 10:06 pm by প্রতি সময়