শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৭:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত হাইটেক পার্কের ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচীর সার্টিফিকেট বিতরণ চৌদ্দগ্রামের নাশকতার মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি তাবলিগের তালিম বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অবরুদ্ধ কুমিল্লা নগরীতে ৫০ হাজার টাকা জরিমানা গুনলো টপ টেন মার্ট ও হোম স্টপ জাবিরের কবিতা ‘ডাক এসেছে’ কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি অনুমোদন ব্রাহ্মণপাড়ায় রান্নার আগুনে দগ্ধ গৃহবধূকে বাঁচানো গেলোনা ফ্যাসিস্ট কুৎসিত লোকগুলো যেন সংসদে প্রবেশ করতে না পারে : ড. বদিউল আলম মজুমদার কুমিল্লা নগরীর ফুটপাত দখলমুক্ত করতে জেলা প্রশাসন ও সেনাবাহিনীর অভিযান সফলভাবে শেষ হলো কুমিল্লা আইডিয়াল কলেজের তিন দিনব্যাপী কক্সবাজার শিক্ষাসফর কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা কবির শিকদার গ্রেফতার লালমাইয়ে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, পুলিশ বলছে ঘটনাটি সন্দেহজনক কুমিল্লায় গ্যাস সংকট : এলপিজি সিলিন্ডার ও ইলেকট্রিক চুলায় প্রতিমাসে বাড়তি খরচ সদর দক্ষিণে শিশু নাবিলাকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি মেহরাজের মৃত্যুদণ্ড কুমিল্লা নগরীতে সেনাবাহিনীর হাতে অস্ত্রসহ দুইজন আটক কুবিতে রকিব-মাসায়িদের নেতৃত্বে টাঙ্গাইলের বন্ধন প্রথম আলো বন্ধুসভা কুমিল্লা জেলা কমিটির পরিচিতি সভা কুমিল্লায় কিশোর গ্যাংয়ের হাতে আট বছরে ১২ খুন কুমিল্লায় ডিসেম্বরে সাত খুন সহ ৩৯৯টি বিভিন্ন অপরাধের ঘটনায় মামলা

নোবিপ্রবি’র মালেক উকিল হল ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন কমিটির নেতৃত্বে লিসু-তপু

রবিন হাসান, নোবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮১ দেখা হয়েছে

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বীর মুক্তিযোদ্ধা সাবেক স্পিকার আবদুল মালেক উকিল হল শাখা ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যবসায় প্রশাসন (১২ব্যাচ) বিভাগের নাজমুল হাসান লিসুকে সভাপতি ও ফলিত গণিত (১৩ ব্যাচ) বিভাগের মো. আব্দুল্লাহ বায়েজীদ তপুকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।

 

গত বুধবার(৩১ জানুয়ারি) প্রথম প্রহরে নোবিপ্রবি ছাত্রলীগের সভাপতি নাঈম রহমান ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।এর আগে ২৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত সম্মিলিত কর্মীসভায় কমিটির মৌখিক ঘোষণা করেছিলেন শাখা ছাত্রলীগের সভাপতি নাইম রহমনান।

 

মালেক উকিল হল শাখা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান লিসু বলেন, নোবিপ্রবি ছাত্রলীগের সঙ্গে ৭ বছরের পথচলায় আজকে নোবিপ্রবি ছাত্রলীগের অন্তর্গত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হল ছাত্রলীগের সভাপতি পদ পাওয়ার মাধ্যমে সাংগঠনিক স্বীকৃতি পেয়ে নিজের কাছে অন্যরকম এক ভালোলাগা অনুভূত হচ্ছে। একজন ছাত্রলীগ কর্মী হিসেবে এটা আমার জীবনের অনেক বড় একটা প্রাপ্তি। আমার প্রতি যে বিশ্বাস এবং আস্থা রেখে নোবিপ্রবি ছাত্রলীগের নেতৃবৃন্দ এই দায়িত্বভার অর্পন করেছেন এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক উকিল হল ছাত্রলীগের কর্মীবৃন্দ আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন তাদের সকলের আস্থা, বিশ্বাস এবং ভালোবাসার প্রতিদান দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।

সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বায়োজিদ তপু বলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের অন্তর্গত হল ইউনিটের জটিলতা এবং কর্মীদের পরিচয়হীনতার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো কোনো হল শাখা ছাত্রলীগের কমিটি একটি উৎসবমুখর কর্মীসভার মাধ্যমে ঘোষণার জন্য আমি প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জনাব জাহিদ হাসান শুভ এবং বিপ্লবী সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভ ভাইদের প্রতি। বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক উকিল হল ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন কমিটি ঘোষণা হওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী উচ্ছ্বসিত। এই হল আমাদের পরিবার, এই হলকে একটি সুশৃঙ্খল হল শাখা এবং দেশরত্ন শেখ হাসিনার ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠা করাই হবে আমাদের লক্ষ্য। হলের প্রতিটি শিক্ষার্থীর আপনজন হিসেবে কাজ করে যেতে চাই। বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার ভিশন ‘স্মার্ট বাংলাদেশ’ বাস্তবায়নে মালেক উকিল হল ছাত্রলীগ নিজেদের সর্বোচ্চ নিয়োগের জন্য প্রস্তুত থাকবে। জ্ঞানভিত্তিক এবং প্রগতিশীল ছাত্ররাজনীতি চর্চার আঁতুড়ঘর হবে মালেক উকিল হল।

Last Updated on February 1, 2024 4:20 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102