নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সমকাল সুহৃদ সমাবেশের নতুন কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো.রিয়াদুল ইসলাম সভাপতি ও একই বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো.আশেকুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সংগঠনের ৩২ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে অন্যান্য পদে রয়েছেন- মো.সাজেদুল হক তুষার (সহ-সভাপতি), যোহরিন নাফলি অতশি(সহ-সভাপতি), মো.দেলোয়ার হোসেন (যুগ্ন সাধারণ সম্পাদক), কাজী সাইফুল ইসলাম(যুগ্ন সাধারণ সম্পাদক), নাহিন হাসান(সাংগঠনিক সম্পাদক),সাফায়েত জাহান সোহাগ(অর্থ সম্পাদক),মো.নিয়াজ উদ্দীন(দফতর সম্পাদক), রহমত উল্ল্যাহ ( প্রচার ও প্রকাশনা সম্পাদক),অরিন সিংহ (সাহিত্য সম্পাদক), মন্দিরা চক্রবর্তী (সাংস্কৃতিক সম্পাদক), তাওসিফ সাদাফ সিফাত( ক্রীড়া সম্পাদক), মেহেরিন জুবায়দা (সমাজ কল্যাণ সম্পাদক), রকি বাবু (বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক), নিশাত তাসনিম (নারী সম্পাদক), জেরিন ফেরদৌস (পরিবেশ সম্পাদক), তানভির হাকিম তালুকদার (পাঠচক্র সম্পাদক), সাকিব আল হাসান (সহ-সাংগঠনিক সম্পাদক), তানজিনা আফরিন (সহ-সাহিত্য সম্পাদক), ইসরাত জাহান মিলি (সহ-নারী সম্পাদক), নুসরাত নাসির (সহ-পাঠচক্র সম্পাদক), সিনান তালুকদার ( সহ-অর্থ সম্পাদক), রবিন হাসান (সহ-দফতর সম্পাদক), মায়িশ্বা মোতাহহারা মানষী (সহ-সমাজ কল্যাণ সম্পাদক), বিবি হালিমা প্রীতি (সহ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক), নজরুল ইসলাম আরাফাত (সহ-ক্রীড়া সম্পাদক), এমদাদ উল্ল্যাহ (সহ-সাংস্কৃতিক সম্পাদক)।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে রয়েছেন সাবিকন নাহার কনা, আব্দুল ওয়াজেদ,খাদিজাতুল কুবরা।
নতুন নেতৃত্বে আসা মো.রিয়াদুল ইসলাম বলেন,
সমকাল সুহৃদ সমাবেশ নোবিপ্রবি শাখার দায়িত্ব পাওয়ায় আমি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সারাদেশের ন্যায় এ বিশ্ববিদ্যালয়েও সুহৃদ সমাবেশ সবসময় সামাজিক ও শিক্ষার্থীবান্ধব কাজে নিয়োজিত থাকবে।
সাধারণ সম্পাদক আশেকুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের কল্যানে সমকাল সুহৃদ সমাবেশ অতীতের ন্যায় সামনের দিনগুলোতেও নিঃস্বার্থভাবে কাজ করে যাবে।
Last Updated on September 24, 2023 12:59 pm by প্রতি সময়