ধর্ষণের অশনি বলয় থেকে রেহাই পাচ্ছে না স্কুল, কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী থেকে শুরু করে গৃহিনী, চাকরিজীবী মহিলা, গৃহপরিচারিকা পর্যন্ত।এবারে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পঞ্চাশোর্ধ্ব ভগ্নপতির লালসার শিকারে চারমাসের অন্তসত্ত্বা হয়ে পড়েছে বিশ বছর বয়সী এক বুদ্ধি প্রতিবন্ধি কিশোরী।
এঘটনায় নির্যাতিত কিশোরীর মা শনিবার (২৪ অক্টোবর) ব্রাহ্মণপাড়া থানায় ধর্ষণ মামলা করেছেন।পুলিশ শনিবার রাতেই কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে অভিযুক্ত আবুল হাসানকে গ্রেফতার করে।তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর গ্রামের বাসিন্দা।
রবিবার (২৫ অক্টোবর)আটক আবুল হাসানকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয় এবং একইদিনে প্রতিবন্ধি কিশোরী ঘনার বিষয়ে আদালতে জবানবন্দি দিয়েছে।
পুলিশ জানায়, ওই কিশোরীর সৎবোনের স্বামী আবুল হাসান। গত ৫মে আবুল হাসানের স্ত্রী অসুস্থ হওয়ায় সহজ ও সরল প্রকৃতির প্রতিবন্ধি কিশোরীকে তার বাড়িতে নিয়ে আসে ভগ্নিপতি আবুল হাসান। তিনি বিভিন্ন সময়ে ওই কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।একসময় ওই কিশোরীর শারীরিক পরিবর্তন দেখা দিলে গত শনিবার কিশোরীকে ডাক্তারী পরীক্ষা করায় তার মা।রিপোর্টে কিশোরী চার মাসের অন্তসত্ত্বা বিষয়টি উঠে আসে। পরে কিশোরীর কাছ থেকে তার মা ঘটনার বর্ণনা শুনে শনিবার থানায় মামলা করেন।
ব্রাহ্মণাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ বলেন, ধর্ষণের শিকার প্রতিবন্ধি কিশোরী চারমাসের অন্তসত্ত্বা। সে সহজ ও সরল প্রকৃতির। এ ঘটনায় থানায় আবুল হাসানের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে। তাকে গ্রেফতার করে আদালতে পাঠালে বিজ্ঞ বিচাররক কিশোরীর জবানবন্দি গ্রহণের পর আবুল হাসানকে জেল হাজ পাঠানোর নির্দেশ দেন।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিন। এছাড়া protisomoy news ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেলবাটন ক্লিক করে নতুন নতুন নিউজ পেতে অ্যাকটিভ থাকুন।
Last Updated on October 26, 2020 9:43 pm by প্রতি সময়