মোবাইল ফোনে পরিচয় থেকে প্রেম। এরপর বিয়ের স্বপ্ন। সেই স্বপ্নের বাস্তবায়ন ঘটাতে কিশোরীর সাথে দেখা করে যুবক রিশাদ। ধীরে ধীরে একে অপরের কাছে আসে। গভীর হতে থাকে প্রেম। একপর্যায়ে বিয়ে করার প্রলোভনে ফেলে ওই কিশোরীর ইচ্ছের বিরুদ্ধেই শারীরিক সম্পর্ক স্থাপন করে প্রেমিক রিশাদ। দিনভর ওই ঘরে রাখার পর বিয়ে না করেই তাকে ভয়ভীতি দেখিয়ে বাড়ি পাঠিয়ে দেয় রিশাদ। নির্যাতিত ওই কিশোরী নিজের পরিবারের কাছে ঘটনা খুলে বলে। তারপর নেয় আইনের আশ্রয়। এঘটনায় ধর্ষণ মামলায় পুলিশ প্রেমিক রিশাদকে গ্রেফতার করে।
ঘটনাটি শনিবার (১০ অক্টোবর) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পৌর এলাকার ৩নং ওয়ার্ডের শ্রীপুর গ্রামে ওই যুবকের বাড়িতে ঘটেছে। রবিবার (১১ অক্টোবর) বিকেলে নির্যাতিত কিশোরীর মায়ের দায়ের করা মামলায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ওই গ্রামের কামাল হোসেনের ছেলে শাহাদাত হোসেন ওরফে রিশাদকে গ্রেফতার করে।
চৌদ্দগ্রাম থানার ওসি তদন্ত শুভরঞ্জন চাকমা জানান, উপজেলার মুন্সিরহাটের এক কিশোীরর সাথে শাহাদাত হোসেন রিশাদের সাথে মোবাইল ফোনে গত ১৫ দিন আগে পরিচয় হয়। এর সূত্রে ধরে রিশাদ ওই কিশোরীকে গত ৯ অক্টোবর কৌশলে তার চাচাত ভাইয়ের ঘরে নিয়ে এসে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ (শারীরিক সম্পর্ক) করে। পরে তাকে বিয়ে না করে তালবাহানা করে বাড়িতে পাঠিয়ে দিলে রবিবার বিকেলে ওই কিশোরীর মা চৌদ্দগ্রাম থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শাহাদাত হোসেন রিশাদকে গ্রেফতার করে।
#দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে protisomoy ফেসবুক পেইজে লাইক দিয়ে এবং ভিডিও খবর দেখতে protisomoy news ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে অ্যাকটিভ থাকুন।
Last Updated on October 11, 2020 1:53 pm by প্রতি সময়