পরিবর্তনের অঙ্গিকার নিয়ে গণসংযোগ শুরু করেছেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাজী জয়নাল আবেদীন।
আগামী বছর মার্চে অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এরই মধ্যে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারনা ও গণসংযোগ। হাজী জয়নাল আবেদীন আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করারপ্রবল ইচ্ছে নিয়ে গণসংযোগ শুরু করেছেন৷
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দুতিয়ার দীঘিরপাড়ে আনুষ্ঠানিকভাবে উঠোন বৈঠক ও গণসংযোগ শুরু করেন। উঠোন বৈঠকে চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীন বলেন, সদর আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা আ.ক. ম বাহাউদ্দীন বাহারের সমর্থন নিয়ে আওয়ামী লীগের প্রার্থী হয়ে তিনি আমড়াতলী ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করতে চান।
জয়নাল আবেদীন বলেন, আমড়াতলী ইউনিয়নের সাধারন মানুষজন ইউনিয়ন পরিষদে নতুন নেতৃত্ব দেখতে চায়। সবাই এখন পরিবর্তনের জন্য অপেক্ষা করছেন । আর তাই আগামী নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইউনিয়নবাসীর সেবায় নিবেদিত হতে চান তিনি। এ সময় চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীনের বক্তব্যকে সমর্থন দিয়ে ইউনিয়নের নবীন প্রবীন ব্যক্তিরা একাত্ম পোষণ করেন৷ গণসংযোগে আমড়াতলী ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিন। এছাড়া protisomoy ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেলবাটন ক্লিক করে নতুন নতুন ভিডিও নিউজ পেতে অ্যাকটিভ থাকুন।
Last Updated on November 21, 2020 12:32 pm by প্রতি সময়