কুমিল্লার বুড়িচং উপজেলায় ঘরবাড়ি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে অসংখ্য পোল্ট্রিফার্ম গড়ে ওঠায় মানুষের স্বাভাবিক বসবাস দুর্বিষহ হয়ে উঠেছে। জনবসতি এলাকার ৫০০ গজ দূরত্বে মুরগি ও ডিম উৎপাদনের ফার্ম করার নিয়ম থাকলেও বুড়িচং উপজেলায় এসব নিয়ম-কানুন কেউ মানছেন না। স্কুল, কলেজ মাদরাসা কিংবা জনবসতির পাশে এবং কোথাও কোথাও জনবসতির মধ্যেই গড়ে উঠেছে শতাধিক পোলট্রি ফার্ম। যার বেশির ভাগেরই নেই পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ও প্রাণিসম্পদ অধিদফতরের নিবন্ধন।
খোঁজ নিয়ে জানা গেছে, অনেক ডিম উৎপাদনকারী ফার্মের মালিকরা পরিবেশ দুর্গন্ধমুক্ত রাখতে মুরগির বিষ্ঠা থেকে গ্যাস উৎপাদনে বায়োগ্যাসের ব্যবস্থা করেছেন। আবার কিছু মালিক বায়োগ্যাসের মুখগুলো উন্মুক্ত রাখায় দুর্গন্ধ ছড়িয়ে পড়া ছাড়াও আশপাশে রোগজীবাণু ছড়িয়ে পড়ছে। তাছাড়া বেশির ভাগ পোল্ট্রিফার্ম পরিবেশবান্ধব না হওয়ায় পরিবেশ ও মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে।
বুড়িচং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাছিমা আক্তার বলেন, জনবসতির ৫০০ গজের মধ্যে পরিবেশ বিঘ্ন সৃষ্টিকারী কোনো প্রতিষ্ঠান স্থাপন করার নিয়ম নেই। কেউ যদি এ ধরনের প্রতিষ্ঠান করে থাকে তাহলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করুন। নির্বাহী কর্মকর্তার নির্দেশনা পেলে সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, জনগণের বসবাসে বিঘ্ন ঘটবে এমন কোনো কাজ করা যাবে না। দুর্গন্ধ ছড়ায় কিংবা পরিবেশের ক্ষতিসাধন করে এমন প্রতিষ্ঠানগুলো জনবসতি থেকে দূরে স্থাপন করতে হবে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Last Updated on November 24, 2023 6:30 pm by প্রতি সময়