মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুল #
কুমিল্লার সদর উপজেলার ৫নং পাঁচথুবী ইউনিয়ন পরিষদের উদ্যেগে চলছে মশক নিধন অভিযান। পরিস্কার করা হচ্ছে ঝোপঝাপ, গ্রামে গ্রামে গিয়ে প্রগার মেশিনে ছিটানো হচ্ছে জীবানুনাশক।‘মুজিব শতবর্ষের অঙ্গীকার,পাঁচথুবী হবে ডেঙ্গুমুক্ত পরিচ্ছন্ন ইউনিয়ন’-এ শ্লোগানকে ধারন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে পাঁচথুবীর গ্রামে গ্রামে চলছে মশক নিধন কার্যক্রম।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ইউনিয়নের গোলাবাড়ি এলাকায় ও বিকালে শিবেরবাজার ও মুন্সিরবাজার এলাকায় ছিটানো হয় মশক নিধন জীবানুনাশক। এ কার্যক্রমের উদ্বোধন করেন পাঁচথুবী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুল।
স্থানীয়রা জানান, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এমপির সুদৃষ্টির ফলে গোমতী উত্তর পাড়ের প্রাকৃতিক সৌন্দর্যমুখর সীমান্তবর্তী পাঁচথুবী ইউনিয়নে বিগত এক দশকে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। ডিজিটালাইজেশন,সৌন্দর্যবর্ধনসহ নানা কর্মসূচি হয়েছে প্রশংসিত। বিশেষ করে করোনাকালীন সময়ে পাঁচথুবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুল নিরবিচ্ছিন্নভাবে জনগনের পাশে থেকে জনকল্যাণে ব্যাপক কর্মকান্ড নজর কেড়েছে নানা পেশার মানুষের।
ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুল জানান, মুজিব বর্ষে ‘পরিচ্ছন্ন ইউনিয়ন’ গড়তে চলছে নানামূখি গণসচেতনতা।ইতিপূর্বে প্রত্যেক ওয়ার্ডের একটি করে পরিবারকে প্রদান করা হয়েছে ‘পরিচ্ছন্ন আঙ্গিনা’ পুরস্কার। পাঁচথুবীতে উন্নয়ন কর্মকান্ডের পাশাপাশি করোনা ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানও অব্যাহত থাকবে।
#দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে protisomoy ফেসবুক পেইজে লাইক দিয়ে এবং protisomoy news ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে অ্যাকটিভ থাকুন।
Last Updated on September 26, 2020 1:09 pm by প্রতি সময়