কুমিল্লা সদর উপজেলার কাশিনাথপুর গ্রামে কোতয়ালি পুলিশের অভিযানে দেশীয় তৈরি একটি পাইপগান ও সরঞ্জামসহ বাকের নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক বাকের ওই গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি আহমেদ সানজুর মোরশেদ বৃহস্পতিবার (৪মে) দুপুরে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত দেড়টায় থানার একটি টিম সদরের কাশিনাথপুর এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী বাকের মিয়াকে আটক করে। এসময় তার খাটের তোষকের নিচ থেকে একটি লাল রংয়ের প্লাষ্টিকের ব্যাডমিন্টনের ব্যাগের ভেতর থেকে দেশীয় তৈরি একটি পাইপগান ও পাইপগান তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।এঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
ওসি আরও জানান, আজ (বৃহস্পতিবার) তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রিয় কারাগারে প্রেরণ করা হয়েছে।
Last Updated on May 4, 2023 7:29 pm by প্রতি সময়